উয়েফা নেশন্স লিগ
কয়েকবার গোল করার খুব কাছাকাছি গিয়েও ব্যবধান গড়ে দিতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো।
Published : 16 Oct 2024, 02:48 AM
স্কটিশদের জমাট রক্ষণের সামনে পরিষ্কার সুযোগ খুব বেশি মিলল না। তারপরও কিছু মুহূর্ত এলো, যেখানে ব্যবধান গড়ে দিতে পারতেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু এবার আর পারলেন তিনি। পারল না তার দল পর্তুগালও।
গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে মঙ্গলবার রাতে নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
আসরে প্রথম দেখায় গত মাসে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগিজরা। সেদিনের রোমাঞ্চকর লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়েছিল তারা; শেষ দিকে জয়সূচক গোলটি করেছিলেন রোনালদো।
জাতীয় দলের হয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পাওয়া এবং আন্তর্জাতিক ফুটবলে ১৩৩টি গোল করা তারকা এবারও বেশ কয়েকটি সুযোগ পান, কিন্তু এ যাত্রায় তিনি পারেননি দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে।
অবশ্য এই ড্রয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার দোরগোড়ায় পৌঁছে গেছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'এ' লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা।
দিনের আরেক ম্যাচে, পোল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়ার রোমাঞ্চকর লড়াই ৩-৩ ড্র হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্রোয়াটরা, তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে তিনে পোল্যান্ড। তলানিতে স্কটল্যান্ডের পয়েন্ট ১।
প্রথম তিন রাউন্ডে শতভাগ সফল পর্তুগাল, আর স্কটল্যান্ড পুরোপুরি ব্যর্থ। পয়েন্ট টেবিলে এমন ভিন্ন অবস্থানের দুই দলের লড়াইয়ের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণের দেখা মেলে।
প্রথম ১০ মিনিটে উভয় পক্ষই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায়। কিন্তু কেউই পারেনি কাজে লাগাতে। কাছ থেকে স্কট ম্যাকটমিনের দুর্বল হেড পর্তুগাল গোলরক্ষক রুখে দেওয়ার চার মিনিট পর, রোনালদোর শট আটকে দেন অপর দিকের গোলরক্ষক।
বল দখলে একচেটিয়া আধিপত্য করা পর্তুগাল ধীরে ধীরে আক্রমণে ধার বাড়ায়। বিরতির আগে আরেকটি উল্লেখযোগ্য সুযোগও পায় তারা। এবার ভিতিনিয়ার পাস বক্সের মুখে পেয়ে উড়িয়ে মারেন রোনালদো।
দ্বিতীয়ার্ধেও পজেশন ধরে রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে পর্তুগাল। কিন্তু প্রতিপক্ষকে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারছিল না তারা।
৮২তম মিনিটে রোনালদোর সামনে আবারও সুযোগ আসে দলকে উদযাপনের উপলক্ষ উপহার দেওয়ার। কিন্তু তিনি এবারও ব্যর্থ হন; বক্সে বুক দিয়ে বল নামিয়ে দুজনের বাধা এগিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।
একটু পর দলকে জয়োল্লাসে ভাসানোর সুবর্ণ সুযোগ পান ব্রুনো ফের্নান্দেস; কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে চলা এই অ্যাটাকিং মিডফিল্ডারও পারেননি সেটা কাজে লাগাতে। দারুণ ক্ষীপ্রতায় তার শট রুখে দিয়ে একটি পয়েন্ট নিয়ে নিশ্চিত করেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন।