উয়েফা নেশন্স লিগ
একটি গোল করলেও পেনাল্টি মিস করেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা, তাদের অন্য দুই গোলদাতা এমেরিক লাপোর্ত ও আলেক্স বায়েনা।
Published : 16 Oct 2024, 02:41 AM
ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দিল স্পেন। সার্বিয়ার বিপক্ষে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে বড় জয় তুলে নিল তারা, উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল দুই ম্যাচ হাতে রেখেই।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
শুরুতে এমেরিক লাপোর্ত দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি মিস করেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা। পরে তিনিই ব্যবধান বাড়ানোর পর, ফ্রি-কিকে তৃতীয় গোলটি করেন আলেক্স বায়েনা।
ডিফেন্ডার স্ত্রাহিনিয়া পাভলোভিচ লাল কার্ড দেখায় শেষ ১৪ মিনিট একজন কম নিয়ে খেলে সার্বিয়া।
একই সময়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের আরেক ম্যাচে ২-২ ড্র করেছে সুইজারল্যান্ড ও ডেনমার্ক।
গত মাসে সার্বিয়ার মাঠে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর টানা তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। অন্তত শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত তাদের। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডেনমার্ক। ৪ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।
গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ আটে, প্রত্যেকেরই ম্যাচ বাকি আছে দুটি করে।
সার্বিয়ার বিপক্ষে স্পেনের দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও, পুরো ম্যাচে গোলের জন্য ৩০টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে তারা। আর সফরকারীদের ৩ শটের একটি লক্ষ্যে ছিল।
পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্পেন। ডান দিক থেকে পেদ্রো পোরোর ক্রসে দূরের পোস্টে হেডে গোলটি করেন সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার লাপোর্ত।
ষোড়শ মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান, কিন্তু বায়েনার ক্রসে মিকেল মেরিনোর জোরাল হেড পোস্টে লাগে।
প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকবার গোল পাওয়ার কাছাকাছি যায় স্পেন, তবে কখনও লক্ষ্যভ্রষ্ট শট, আবার কখনও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বক্সে সার্বিয়ার মিডফিল্ডার বিরমানসেভিচের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু অনেক ওপর দিয়ে উড়িয়ে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন মোরাতা।
ম্যাচজুড়ে কোণঠাসা হয়ে থাকা সার্বিয়া সুবর্ণ সুযোগ পায় ৬৩তম মিনিটে। কিন্তু সতীর্থের পাস বক্সে ফাঁকায় পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি আলেকসান্দার মিত্রোভিচ।
৬৫তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। বক্সের বাইরে ফাবিয়ান রুইসকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি, সতীর্থের ফিরতি পাস পেয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন এসি মিলান ফরোয়ার্ড।
জাতীয় দলের হয়ে ৮২ ম্যাচে তার গোল হলো ৩৭টি।
৭৬তম মিনিটে বক্সের বাইরে স্পেনের মিকেল ওইয়ারসাবালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পাভলোভিচ। ওই ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার বায়েনা।
২০১৭ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে লিখটেনস্টাইনের বিপক্ষে দাভিদ সিলভার পর স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে সরাসরি ফ্রি-কিকে গোল করলেন তিনি।
যোগ করা সময়ে ব্রায়ান সারাগোসার শট ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক।