এশিয়ান কাপ বাছাই
এখন সময় ভারতকে কীভাবে হারানো যায়, সেই মানসিকতা নিয়ে কাজ করার, বললেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
Published : 19 Mar 2025, 07:22 PM
ভারত ম্যাচ সামনে রেখে বুধবার হামজা চৌধুরীকে নিয়ে প্রথম অনুশীলন করলেন হাভিয়ের কাবরেরা। অবশ্য তার আগেই সংবাদ সম্মেলনে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে উচ্ছ্বাস জানিয়ে গেলেন তিনি। আত্মবিশ্বাসী কণ্ঠে বাংলাদেশ কোচ বললেন, হামজা থাকায় ভারতের বিপক্ষে তার দলের জয়ের সুযোগ এখন আরও বেশি।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে উচ্চাশা জানালেন কাবরেরা।
“হামজা দলে যোগ দেওয়ার মানে হচ্ছে, আমরা এখন আরও বেশি শক্তিশালী। এখন আমাদের সাথে অনেক অভিজ্ঞ, সর্বোচ্চ পর্যায়ে খেলা ফুটবলার আছে। ফলে নিশ্চিতভাবেই ম্যাচটা জয়ের সুযোগও আমাদের অনেক বেশি।”
“ইতোমধ্যে ২০ দিন প্রস্তুতি নিয়েছি, খুবই ইতিবাচক অনুভূতি কাজ করছে। প্রথম সপ্তাহ ঢাকাতে অনুশীলন করেছি, এরপর প্রায় দুই সপ্তাহ সৌাদি আরবে ভালো কন্ডিশনে এবং আধুনিক সুবিধাসম্পন্ন পরিবেশে প্রস্তুতি নিয়েছি। এখন বিষয়গুলো হচ্ছে, আমরা ভারত ম্যাচের জন্য কীভাবে মানসিকভাবে প্রস্তুতি নেব সেটা। তাদের প্রতি আমাদের পরিপূর্ণ সম্মান আছে, কিন্তু আমাদের মানসিকতা সেরাটা দিয়ে দেশের জন্য জেতা।”
শিলংয়ের উদ্দেশে বৃহস্পতিবার সকাল ৯টায় রওনা দেবে দল। মাঠের লড়াইয়ের আগে চার দিন প্রস্তুতি গুছিয়ে নেওয়ার সময় পাবেন কাবরেরা। এই সময়ে নিজেদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পথটা খুঁজে পেতে চান বাংলাদেশ কোচ।
“শুরুর দুই সপ্তাহ আমরা গেম প্ল্যান, কৌশলের চেয়ে কীভাবে প্রস্তুতি নেব, সেটা নিয়ে কাজ করেছি। এখন সময় তাদেরকে কীভাবে হারাবো, সেটার জন্য প্রস্তুত হওয়া, মানসিকভাবে তৈরি হওয়া।”
“আমাদের আগ্রহ, আলোচনা, প্রস্তুতির ইনটেনসিটি- এগুলো নিয়েই। আমরা কীভাবে প্রত্যেকে নিজেদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোটা নিশ্চিত করব, ভারতের মাঠে ইতিহাস লিখতে পারি এই বিশ্বাসটুকু নিজেদের মধ্যে তৈরি করতে হবে।”
বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলার আশাবাদ জানিয়েছেন হামজা। ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার লম্বা সময় দলে প্রভাব রাখবে বলে বিশ্বাস কাবরেরার।
“নিশ্চিতভাবেই তার একটা প্রভাব থাকবে দলের উপর, কিন্তু আমি এটাও মনে করি, হামজা এবং পুরো দলকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদে ভাবতে হবে। হয়তে আমরা ভাবছি, হামজা এখন আমাদের কি দিতে পারে, কিন্তু দারুণ খবর হচ্ছে, অনেক বছর হামজা দলের সাথে থাকবে। আমাদের প্রথম মিশন অবশ্যই ভারতের বিপক্ষে জেতা, কিন্তু সবচেয়ে ভালো খবর হচ্ছে, হামজা জাতীয় দলের অংশ থাকবে অনেক বছর।”
“ভারতকে আমরা শ্রদ্ধা করি, র্যাঙ্কিং অনুযায়ী তারা দক্ষিণ এশিয়ার এবং বাছাইয়ে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। তারা ফেভারিট, কিন্তু মানসিকভাবে আমরা খুবই আত্মবিশ্বাসী যে, আমরা তাদের বিপক্ষে পারব (জিততে)। যেভাবে আমরা কাজ করেছি, যেভাবে অনুশীলন সেশনগুলোতে নিজেদের নিংড়ে দিয়েছি, নিশ্চিতভাবে আমরা বড় কিছু অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী।”