চ্যাম্পিয়ন্স লিগ
আকস্মিক বন্যায় ডুবে গেছে ভালেন্সিয়া, শত শত মানুষ প্রাণ হারিয়েছে, হাজারো মানুষ কষ্টে দিন কাটাচ্ছে; এই অবস্থায় কোনো উৎসব মানায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 04 Nov 2024, 08:33 PM
পুরো এক বছরে যতটা বৃষ্টি হয়ে থাকে, তার সমপরিমাণ ঝরেছে মাত্র আট ঘণ্টায়। এতে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা দেখা গেছে, তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেকে প্রাণ হারিয়েছেন, হাজারো মানুষ ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন, এমন কঠিন পরিস্থিতিতে ফুটবল নিয়ে উচ্ছ্বাসের কিছু দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
ভালেন্সিয়ায় আকস্মিক এই বন্যায় সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ২১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ঘরহারা অনেক মানুষ সেখানে কষ্টে দিন কাটাচ্ছে।
দেশের এই কঠিন সময়ে অনিচ্ছাসত্ত্বেও মাঠে নামতে হবে আনচেলত্তির দলকে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে খেলবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত দুইটায়।
আগের দিন আনচেলত্তির সংবাদ সম্মেলনে বেশিরভাগ সময় জুড়ে থাকল বন্যা ও স্পেনের মানুষের ভোগান্তির কথা। ফুটবল হয়ে পড়ল গৌণ। ইতালিয়ান এই কোচ একেবারে শুরুতেই টানেন এই প্রসঙ্গ।
“এই সপ্তাহটা অনেক বেদনার এবং (আক্রান্ত মানুষদের জন্য) আমরা দুঃখিত। এটা আবেগের বিষয়। আমরা ভালেন্সিয়ার খুব কাছে এবং সব শহর আক্রান্ত হয়েছে। আশা করি, দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই পরিস্থিতিতে ফুটবল নিয়ে কথা বলাটা খুব কঠিন। ফুটবল খেলাও।”
“এই সংবাদ সম্মেলন যতটা সম্ভব ছোট করার চেষ্টা করব আমি, কারণ ফুটবল নিয়ে কথা বলার কোনো ইচ্ছা এখন আমার নেই।”
আনচেলত্তির মতে, যখন নিজেদের মানুষ কষ্টে থাকে তখন কেউ কোনো উৎসব করতে পারে না। আর ফুটবল তো উৎসবের, উদযাপনের উপলক্ষ। তাই এই সময় ফুটবল খেলার কোনো যৌক্তিকতা দেখেন না তিনি।
“(ম্যাচ না খেলার বিষয়ে) সবার ভাবনা পরিষ্কার। কেউ খেলতে চায় না। এটাই সঠিক সিদ্ধান্ত হতো বলে আমি মনে করি। কিন্তু আমরা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে নেই। উপরে যারা বসে আছেন, তারা সিদ্ধান্ত নেন।”
তবে খেলতে যখন হবেই, তখন পেশাদারিত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টার কথা বললেন আনচেলত্তি।
“(এই অবস্থায় প্রস্তুতি নেওয়া কঠিন কিনা) হ্যাঁ, কারণ কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। খুব কঠিন। তবে, আমরা এর (মিলান ম্যাচ) জন্য প্রস্তুত হব, কারণ আমরা পেশাদার। আমরা (নিজেদের সর্বোচ্চ দিয়ে) খেলার চেষ্টা করব এবং জয়ের চেষ্টা করব। এটাই আমাদের করতে হবে।”
আনচেলত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে আসা রেয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুকাস ভাসকেসের কণ্ঠেও প্রতিধ্বনিত হলো দেশের মানুষের জন্য উদ্বেগ। ড্রেসিং রুমের পরিস্থিতি কেমন, এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, “সবার মন খারাপ। অনেক মানুষ কষ্টে দিন পার করছে আর তাদের এই দুর্ভোগ সবার ওপর প্রভাব ফেলেছে।”
মাঠের লড়াইয়েও সবশেষ সময়টা ভালো কাটেনি রেয়ালের। গত সপ্তাহে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। সেই ধাক্কা সামলে জয়ে ফেরার একটা সুযোগ তাদের ছিল গত শনিবার; কিন্তু লিগে ভালেন্সিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত যায় বন্যার কারণেই।
ইউরোপ সেরার মঞ্চে প্রথম তিন রাউন্ডে দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে শিরোপাধারী রেয়াল।