চ্যাম্পিয়ন্স লিগ
রেয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে জিতে সেই লক্ষ্যে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী আর্সেনাল কোচ।
Published : 07 Apr 2025, 09:30 PM
শিরোপা স্বাদ এখনও পাওয়া হয়নি। দেড় দশকের বেশি সময় ধরে তো সেমি-ফাইনালেই উঠতে পারেনি আর্সেনাল। তবে চ্যাম্পিয়ন্স লিগে এবার ইতিহাস গড়তে চায় তারা। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রেয়াল মাদ্রিদকে হারিয়ে সেই লক্ষ্যে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী ইংলিশ ক্লাবটির কোচ মিকেল আর্তেতা।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে মঙ্গলবার রেয়ালের মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই।
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের ইতিহাস খুব একটা ভালো নয়। টুর্নামেন্টটিতে কেবল একবার করে ফাইনাল ও সেমি-ফাইনালে খেলতে পারে তারা, যথাক্রমে ২০০৫-০৬ ও ২০০৮-০৯ মৌসুমে। সবশেষ মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় আর্তেতার দল।
ইউরোপের সফলতম ক্লাব রেয়াল এখন পর্যন্ত রেকর্ড ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। সবশেষ যখন শেষ চারে খেলেছে আর্সেনাল, সেই ২০০৯ সাল থেকে স্প্যানিশ ক্লাবটি ট্রফিটি ঘরে তুলেছে ছয়বার।
অতীতকে ভুলে সামনে তাকাতে চান আর্তেতা। নতুন করে গড়তে চান চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের ইতিহাস।
“তারা এমন একটা ক্লাব (রেয়াল মাদ্রিদ), যারা বিশ্ব ফুটবলে নতুন মান স্থাপন করেছে। এখানে আমরাও যেতে চাই, থাকতে চাই। এটা তাদের ইতিহাসের অংশ। আমাদের নিজেদের ইতিহাস নিজেদেরই লেখতে হবে। নিজেদের কাজে মনোযোগ দিতে হবে। তারা আমাদের ভোগাতে পারে, তবে আমরাও সেটা পারি।”
“অনেক আশা নিয়ে আছি যে, একটা ফল পাব, ম্যাচটি জিততে পারব। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে যে আমরা এটা করতে পারি। শুধু লড়াইটি উপভোগ করতে হবে। এটা কেবল প্রথম লেগ, আগামীকালের জন্য আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা এটার (জয়ের) জন্য মাঠে নামব।”
সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী ১৬ এপ্রিল দুই দলের ফিরতি লেগ।