জার্মান ফুটবল
চোটের জন্য চলতি মৌসুমে নিকো শ্লটারবেককে আর পাচ্ছে না জার্মান ক্লাবটি।
Published : 07 Apr 2025, 11:10 PM
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেল বরুশিয়া ডর্টমুন্ড। হাঁটু চোটের জন্য হারাল সেন্টার ব্যাক নিকো শ্লটারবেককে।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ডর্টমুন্ড। এর আগে সোমবার জার্মান ক্লাবটি এক বিবৃতিতে জানাল, চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না শ্লটারবেকের। বাম হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার।
আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ডর্টমুন্ডের খেলা এখনও নিশ্চিত নয়। বুন্ডেসলিগায় আট নম্বরে রয়েছে দলটি। ছয় ম্যাচ বাকি থাকতে চারে থাকা মাইন্সের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা।
চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ডর্টমুন্ড। এবার শেষ আটে তাদের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা। ছন্দে থাকা দলটির মুখোমুখি হওয়ার আগে রক্ষণে শক্তি হারানো যথেষ্ট দুর্ভাবনার।
বাস্তবতা মেনে নিয়ে শ্লটারবেকের দ্রুত ফিরে আসার অপেক্ষায় থাকার কথা বললেন ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্টিয়ান কেইল।
“নিকোকে হারানো আমাদের জন্য অনেক বড় ধাক্কা। চলতি মৌসুমে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দিয়ে আমাদের মুগ্ধ করেছে এবং সে দলের গুরুত্বপূর্ণ অংশ। আশা করি, সে দ্রুতই সেরে উঠবে এবং সেই যাত্রায় আমাদের সর্বোচ্চ সহায়তা পাবে।”