গত তিন দিনে মূল্য সূচক কমেছে মোট ২০ পয়েন্ট।
Published : 08 Apr 2025, 04:32 PM
দিনের প্রথম সোয়া ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়েছিল সূচক। কিন্তু পরের ৪৫ মিনিট বিক্রির চাপে তা ধরে রাখতে পারেনি দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই।
মঙ্গলবার টানা তৃতীয় দিনের মত মিশ্র ধারায় লেনদেন শেষে মূল্যসূচকের পতন হয় ডিএসইতে। লেনদেনের বেশিরভাগ সময়ে বিক্রির চাপে শেষ বেলায় সূচক হারায় ১০ পয়েন্ট।
আগের দিন সূচক ছিল ৫ হাজার ১৯৬ পয়েন্ট।
ঈদের লম্বা ছুটি শেষে গত রোববার লেনদেনে ফেরে পুঁজিবাজার। এরপর থেকে টানা তিন দিন সকালে উত্থান হলেও শেষ বেলায় সূচকের পতন হয়। গত তিন দিনে মূল্য সূচক কমেছে মোট ২০ পয়েন্ট।
সূচকের পতন হলেও লেনদেন ক্রমাগত বেড়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর।
গত রোববার ৪১৫ কোটি ৫০ লাখ টাকার হাতবদল হয়, পরের দিন ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকা।
মঙ্গলবার তা আরও কিছুটা বেড়ে হয় ৪৮৩ কোটি ৬১ লাখ টাকা, এর মধ্যে ১৯ কোটি ৪৬ লাখ টাকা ব্লক মার্কেটে লেনদেন হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর হারায় বেশিরভাগ প্রতিষ্ঠানের। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯৪টির। প্রতিষ্ঠান ও ফান্ড মিলিয়ে মিলিয়ে আগের দরে লেনদেন হয় ৫৪টির।
ডিএসইর লেনদেন তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, একক খাত হিসেবে সার্বিক লেনদেনে প্রথম অবস্থানে চলে আসে ওষুধ ও রসায়ন। আগের দিনের চেয়ে কিছুটা কমে খাতটির শেয়ার হাতবদল হয় ৯৪ কোটি ২৫ লাখ টাকার, যা মোট লেনদেনের ২০ দশমিক ২৪ শতাংশ।
এরপরই থাকা মিউচুয়াল ফান্ড লেনদেন করে ৪৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও প্রকৌশল খাতের শেয়ার হাতবদল হয় ৪০ কোটি ৩০ লাখ টাকার।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে বিডি ল্যাম্পস, ডেসকো ও হাইডেলবার্গ সিমেন্ট।
আর দর হারানোর শীর্ষে চলে আসে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা ও ফুয়াং ফুডস।