হাসপাতালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানায় পুলিশ।
Published : 16 Apr 2025, 10:10 AM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কার পর দুজন নিহত হয়েছে।
বুধবার ভোরে উপজেলার নাজিরপুরে জালাল মিয়ার গ্যারেজের সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি রুহুল আমিন জানান।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুরের জসিম উদ্দিনের ছেলে মো. সাজীব (১৮) ও কেন্দুরভাগ এলাকার শাহ্ আলমের ছেলে মো. সাকিব (২০)।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চাকা ফেটে যাওয়ায় লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনীগামী বালুবোঝাই একটি ট্রাক জালাল মিয়ার গ্যারেজের সামনে দাঁড়ানো ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন ধাক্কা দেয়।
এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনে বসা চালকের সহকারী সজিব ও বন্ধু সাকিব গুরুতর আহত হন। আর দাঁড়িয়ে থাকা ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়।
ওসি রুহুল আমিন বলেন, “ভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের লোকজন ট্রাক কেটে তাদের বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
“এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের চালক আহত অবস্থায়ই পালিয়ে যান। তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।”
দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।