ইংলিশ ফুটবল
ক্রিস্টাল প্যালেসকে ভীষণ কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ম্যানচেস্টার সিটি কোচ।
Published : 11 Apr 2025, 10:27 PM
ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরের শেষ দিকে এসে দারুণ উন্নতি করেছে ক্রিস্টাল প্যালেস। দলটির ১১ জয়ের চারটি এসেছে সবশেষ পাঁচ ম্যাচে। একদিকে সাম্প্রতিক সময়ের ভালো ফল অন্য দিকে ইতিহাদ স্টেডিয়ামে দলটির লড়াইয়ের ইতিহাস- দুই দিক মিলিয়ে প্যালেসকে নিয়ে বেশ সাবধানী ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
আগামী শনিবার ঘরের মাঠে প্যালেসের বিপক্ষে খেলবে সিটি। এর আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ স্থানে থাকা দলটিকে নিয়ে সতর্ক থাকার কথা বললেন গুয়ার্দিওলা।
গত ডিসেম্বরে দুই দলের সবশেষ দেখায় প্যালেসের মাঠে দুইবার পিছিয়ে পড়েও ২-২ ড্র করেছিল সিটি। নিজেদের মাঠে সবশেষ লড়াইয়ে ২০২৩ সালে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি তারা, সেবার ম্যাচ শেষ হয়েছিল ২-২ সমতায়।
সিটির বিপক্ষে সবশেষ প্যালেস জিতেছিল ২০২১ সালে, ইতিহাদ স্টেডিয়ামে। দলটি এখন লিগে দারুণ ছন্দে আছে, সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে।
“আমাদের জন্য চ্যালেঞ্জ হল চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে জায়গা করে নেওয়া। ঘরের মাঠে আমাদের কঠিন কিছু লড়াই আছে এবং গত এক-দুই মাস ধরে অবিশ্বাস্য সেরা ছন্দে থাকা একটি দলের বিপক্ষে আগামীকাল আমরা খেলব।”
“এখানে প্যালেসের বিপক্ষে খেলা কঠিন। কোচকে (অলিভা গ্ল্যাসনার) আমি খুবই সমীহ করি এবং তাদের খেলার ধরন, প্রতিভা ও শারীরিক সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। তবে আমাদের মৌসুম ভালোভাবে শেষ করার ব্যাপারে আশাবাদী হতে হবে।”
৫২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ছয় নম্বরে আছে সিটি। চারে থাকা চেলসির চেয়ে দলটি ১ পয়েন্টে পিছিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে স্প্যানিশ চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের বিপক্ষে আর্সেনালের জয়ে সুখবর পেয়েছে ইংলিশ ক্লাবগুলো। ইউরোপ সেরার পরের আসরে খেলতে পারবে প্রিমিয়ার লিগের প্রথম পাঁচটি দল। সেদিক থেকে সিটির কাজ আরেকটু সহজ হল।
তবে দুটি স্থানের জন্য চেলসি ও সিটির সঙ্গে নিউক্যাসল ইউনাইটেড (৫৩) ও অ্যাস্টন ভিলারও (৫১) লড়াই চলছে তুমুল।