এশিয়ান কাপ বাছাই
ভালো সময়ের মধ্য দিয়ে যাওয়া আর্জেন্টিনার বিরুদ্ধে পুরোটা সময় মনোযোগী থাকার তাগিদ দিলেন ব্রাজিলের এই লেফট ব্যাক।
Published : 23 Mar 2025, 08:06 AM
কলম্বিয়ার বিপক্ষে নিজেদের মাঠে গ্যালারি ভরা সমর্থনের যে সুবিধা ব্রাজিল পেয়েছিল, তার ঠিক উল্টো অভিজ্ঞতা যে আর্জেন্টিনার মাঠে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই গিয়ের্মে আরানার মনে। অভিজ্ঞ এই লেফট ব্যাকের ধারণা, ঘরের মাঠে বিপুল সমর্থনে আরও ভয়ঙ্কর হয়ে ওঠতে পারেন হুলিয়ান আলভারেস, তিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনেরা। তাদের ঠেকাতে রক্ষণে বিরামহীন মনোযোগ ধরে রাখার তাগিদ দিলেন আরানা।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই পরাশক্তির লড়াইয়ে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকাই স্বাভাবিক। যদিও দুই দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমারসহ বেশ কয়েকজন অনুপস্থিত থাকবেন এই ম্যাচে।
তবে সুপারক্লাসিক নামে পরিচিত মহারণের আবেদন যে তাতে কমবে না এ নিয়ে কোনো সংশয় নেই আরানার মনে। শনিবার এক সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী লেফট ব্যাক বললেন, দুই দলের দুর্দান্ত দ্বৈরথের সুদীর্ঘ ইতিহাসে নতুন এক অধ্যায় সংযোজনের অপেক্ষায় তিনি।
“এ এক বিশাল দ্বৈরথ। দুই দলেই দৃঢ়তা সম্পন্ন খেলোয়াড় থাকাটা স্বাভাবিক, কারণ দুই দলই জয়ের জন্য লড়াই করে। তবে আমাদের ফল প্রয়োজন। আমরা সেখানে খেলব রক্ষণে ভালো করা এবং ভালো ফুটবল খেলে জয় নিয়ে ফেরার ভাবনা নিয়ে।”
“এ এক ভিন্ন আবহ। তবে আমি বিশ্বাস করি, আমাদের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে আগেও গেছে।”
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায়। ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে খেলার দুয়ারে থাকা দলের বিপক্ষে খুব নিবিড় মনোযোগের তাগিদ দিয়েছেন আরানা।
“আমরা জানি যে, আর্জেন্টিনা দারুণ একটি সময় কাটাচ্ছে। তবে আমাদেরও মানসম্পন্ন পেশাদার খেলোয়াড় আছে। ওদের কিছু ভিডিও দেখেছি এবং ওদের খেলোয়াড়দের যে মান তাতে আমাদের সবার খুব মনোযোগী থাকতে হবে এবং আর্জেন্টিনার আক্রমণভাগকে অকার্যকর করে রাখতে হলে ভালো অবস্থায় থাকতে হবে।”