বিশ্বকাপ বাছাই
রাফিনিয়ার ওই হুঙ্কারের প্রেক্ষিতে আর্জেন্টিনা কোচ যা কিছু বললেন।
Published : 25 Mar 2025, 04:05 PM
মঞ্চ যেটাই হোক না কেন, ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই সবসময়ই বাড়তি উত্তাপ ছড়ায়। সেখানে ‘আর্জেন্টিনাকে হারাবই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও’, রাফিনিয়ার এমন মন্তব্যে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। আগের দিন সংবাদ সম্মেলনে সেটাই যেন একটু স্বাভাবিক করার চেষ্টা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
গত কয়েক বছরের পারফরম্যান্স কিংবা বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে নজর দিলেই পরিষ্কার হয়ে যায়, দুই দলের বিপরীতমুখী অবস্থান। একের পর এক সাফল্যে আর্জেন্টিনা যেখানে সাফল্যের শিখরে পৌঁছে গেছে, সেখানে বহুদিন ধরে ধুঁকছে ব্রাজিল।
চার দিন আগে কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পাওয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠেছে ব্রাজিল। অন্যথায় নেমে যেতে পারতো ছয় নম্বরে। পুরোনো সব ব্যর্থতা ভুলে, সবশেষ ওই জয়ের ধারায় নতুন শুরুর জয়গান গাইছে ব্রাজিলের সবাই। দলকে আরও তাতিয়ে তুলতেই অমন হুঙ্কার ছোড়েন রাফিনিয়া।
বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার মাঠে হতে যাচ্ছে ‘সুপারক্লাসিকো’ ম্যাচটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।
আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে ছুটে যায় রাফিনিয়ার মন্তব্য ঘিরে প্রশ্ন। উত্তরে ম্যাচটি ঘিরে অতি উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতানো কোচ।
“খেলোয়াড়ের মন্তব্য নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তবে তারা এ বিষয়ে আমাকে জানিয়েছে। এটা আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ, গুরুত্বপূর্ণ লড়াই; তবে সবকিছুর পরেও এটা কেবলই একটা ফুটবল ম্যাচ।”
“২০২১ কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানার সিঁড়িতে নেইমারের সঙ্গে লিওনেল মেসির বসে থাকার দৃশ্য এখনও আমার মনে আছে। (ফুটবলের ময়দানে) এটা এমন একটা দৃশ্য, যেটা সারাজীবন থাকতে হবে। সবাই জিততে চাই, তবে কোনোকিছুই জয়-পরাজয়ের বাইরে যাওয়া উচিত নয়।”
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সবশেষ জিতেছে ২০১৯ সালের জুলাইয়ে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে ২-০ গোলে। তারপর থেকে চারবারের দেখায় তিনটিতেই ব্রাজিল হেরেছে, অন্যটি ড্র।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আসছে ম্যাচে হার এড়াতে পারলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে শিরোপাধারীদের।
১৩ রাউন্ড শেষে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট বেশি।
৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল।