Published : 06 May 2025, 05:06 PM
লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়া ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ফ্রি এজেন্ট হিসেবে রেয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন, দীর্ঘদিনের এই গুঞ্জন এখন আরও জোরাল। একটা প্রশ্ন অবশ্য রয়ে গেছে। আসছে ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই তিনি নতুন ঠিকানায় যাবেন নাকি পরে? বিবিসির খবর, ৩২ ক্লাবের প্রতিযোগিতাটি শুরুর আগেই ইংলিশ ডিফেন্ডারকে দলে পেতে চেষ্টা করছে মাদ্রিদের দলটি।
অভিজ্ঞ এই রাইট-ব্যাক সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন, আসছে গ্রীষ্মে লিভারপুল ছেড়ে যাবেন তিনি। এরপর থেকে তার রেয়াল মাদ্রিদের যাওয়ার সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জন কয়েক গুণ বেড়েছে।
ব্রিটিশ ও স্প্যানিশসহ অনেক গণমাধ্যমে এ বিষয়ে নানা খবর আসছে। লিভারপুলের সঙ্গে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। কিন্তু নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে যাবে ১৬ দিন আগে। যুক্তরাষ্ট্রে আসরটি আগামী ১৪ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।
বিবিসি জানতে পেরেছে, টুর্নামেন্টটি শুরুর আগেই ২৬ বছর বয়সী এই ফুটবলারকে পেতে লিভারপুলের সঙ্গে আলোচনা শুরু করেছে রেয়াল মাদ্রিদ। এজন্য ১০ লাখ ইউরো দেওয়ার প্রস্তাবও দিয়েছে তারা।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমস্যার সমাধানে লিভারপুলের কাছে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বেতন হিসেবে যা পাওনা আছে, সেটাও দিতে রাজি হতে পারে মাদ্রিদের ক্লাবটি।