চোটের কারণে কোর্তোয়া মাঠের বাইরে, ভালেন্সিয়ার বিপক্ষে লুনিনকে না পেলে তৃতীয় গোলকিপারকে বেছে নিতে হবে রেয়াল মাদ্রিদকে।
Published : 05 Apr 2025, 10:21 AM
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে থিবো কোর্তোয়াকে পাওয়ার আশা করছেন কার্লো আনচেলত্তি। কিন্তু এর আগে তো আরেকটি ম্যাচ আছে! সেই ম্যাচে স্বয়ংক্রিয়ভাবেই গোলপোস্টে থাকার কথা আন্দ্রি লুনিনের। কিন্তু শঙ্কা কিছুটা আছে তাকে নিয়েও। দ্বিতীয় পছন্দের এই গোলকিপারও শেষ পর্যন্ত খেলতে না পারলে ভালেন্সিয়ার বিপক্ষে রেয়াল মাদ্রিদ কোচকে বেছে নিতে হবে তৃতীয় গোলকিপার ফ্রান গন্সালেসকে।
লা লিগার ম্যাচে শনিবার নিজেদের মাঠে রেয়াল মাদ্রিদ লড়বে ভালেন্সিয়ার সঙ্গে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার তারা নামবে আর্সেনালের মাঠে।
কোর্তোয়া মাঠের বাইরে আছেন আগে থেকেই। গত মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আট গোলের রোমাঞ্চকর ম্যাচে লুনিন কাফ মাসলে চোট পেয়েছেন বলে খবর প্রকাশ করে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম।
ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেন কোচ আনচেলত্তি, “লুনিনকে নিয়ে আমাদের সংশয় আছে, আজকে (শুক্রবার) ওকে পরীক্ষা করে দেখা হবে।”
লুনিন খেলতে না পারলে তৃতীয় গোলকিপার ১৯ বছর বয়সী গন্সালেসের ওপর ভরসা রাখার কথাও জোর দিয়ে বললেন কোচ।
“সে দুর্দান্ত গোলকিপার। তার একমাত্র সমস্যা, বয়স এখনও কম। তবে আগামীকাল যদি তার সময় আসে, আমরা খুবই খুশি হব তার জন্য। কারণ, আমরা সবাই নিশ্চিত যে, তার সামনে অপার সম্ভাবনা। আমাদের দিক থেকে কোনো দুর্ভাবনা নেই।”
শেষ পর্যন্ত অবশ্য লুনিনকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি। স্পেনের সংবাদমাধ্যমের খবর, পরীক্ষায় উতরে গেছেন এই গোলকিপার। যদি শেষ মুহূর্তে কোনো সমস্যা হয়, তাহলে গন্সালেসের ওপর আস্থার কথা তো জানিয়েই রেখেছেন কোচ।
আর্সেনালের বিপক্ষে মঙ্গলবার মূল গোলকিপারকে পাবেন বলেই আশা রেয়াল কোচের, “কোনো দুর্ভাবনা নেই, কোর্তোয়া এখন আগের চেয়ে অনেক ভালো আছে। আমাদের বিশ্বাস, মঙ্গলবার সে মাঠে নামতে পারবে।”