ইউরোপের সফলতম দলের মুখোমুখি হওয়ার আগে দলের কাছে নিজের চাওয়া জানালেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
Published : 05 Apr 2025, 05:15 PM
লড়াইয়ে শ্রেয়তর দল হয়েও অনেক সময় রেয়াল মাদ্রিদকে হারানো সম্ভব হয় না। তারওপর ফিরতি লেগ যখন সান্তিয়াগো বের্নাবেউয়ে, তখন তো কাজটা আরও কঠিন। তাহলে উপায়? সেটাই দলকে বলে দিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার রেয়ালের মুখোমুখি হবে আর্সেনাল। ম্যাচের কয়েকদিন আগে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস ও ইএফই এজেন্সির মুখোমুখি হন আর্তেতা। স্প্যানিশ কোচের সাক্ষাৎকারের বড় অংশ জুড়েই ছিল আসন্ন লড়াই।
২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সেমি-ফাইনালে খেলার পথটা মোটেও সহজ নয় আর্সেনালের জন্য। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ভুগলেও ঠিকই পথ বের করে নিয়ে কোয়ার্টার-ফাইনালে চলে এসেছে রেয়াল।
নকআউট পর্বে কার্লো আনচেলত্তির দলকে হারানো যে কোনো দলের জন্যই কঠিন। চলতি মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখা স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে কী হবে আর্তেতার কৌশল?
“প্রথমত, ওদের চেয়ে আমাদের ভালো করতে হবে। প্রথম মিনিট থেকে জয়ের বিশ্বাস রাখতে হবে। নির্ণায়ক মুহূর্তগুলোতে কার্যকর হতে হবে। আমরা জানি, চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ডি-বক্সে।”
“শ্রেয়তর দল হলেও সব সময় রেয়ালের বিপক্ষে জয় পাওয়া যায় না? হতে পারে। তবে খারাপ খেললে সেই সম্ভাবনা আরও কম (হাসি)। সেক্ষেত্রে সম্ভবত আমাদের কোনো সুযোগই থাকবে না।”
আগামী ১৬ এপ্রিল দ্বিতীয় লেগ খেলতে হবে বের্নাবেউয়ে। তাই বাড়তি ভাবনা থাকছেই আর্সেনাল কোচের। যে মাঠে ঘুরে দাঁড়ানোর অসংখ্য মহাকাব্য রচনা করেছে রেয়াল, সেখানে বাড়তি চ্যালেঞ্জ দেখছেন আর্তেতা।
“আমার মতে, নকআউট পর্বে যে দল প্রচুর ম্যাচ জেতে, তাদের ঘরের মাঠ প্রতিপক্ষের মনে ভীতি জন্মায়। প্রচুর প্রাণশক্তি থাকে, খুব বিশেষ কিছু হয় এবং সেখানে যে কোনো কিছুই হতে পারে। এরপর, বড় ম্যাচে বড় খেলোয়াড়রা থাকে। এই মুহূর্তগুলো বড় খেলোয়াড়দের জন্য, যারা নকআউট পর্বে তাদের সেরা পর্যায়ে থাকে, অন্যথায় এটা খুব কঠিন।”
এমন বড় খেলোয়াড় রেয়ালের আছে। নিজেদের ইতিহাসে কেবল একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারা আর্সেনালেরও কী আছে?
“তেমন খেলোয়াড় আমাদের আছে। আর এই বড় মুহূর্তগুলোতে দলের তাদেরকে প্রয়োজন। এই পদক্ষেপ আমাদের নিতে হবে।”