ফেডারেশন কাপ
ঘরের মাঠে ফর্টিস এফসির কাছে হেরে গেল বসুন্ধরা কিংস, ফেডারেশন কাপের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৮-০ গোলে হারাল ব্রাদার্স।
Published : 17 Dec 2024, 07:02 PM
ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ পেল বসুন্ধরা কিংস। তাদের চমকে দিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল ফর্টিস এফসি। দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের জালে গোল উৎসব করল ব্রাদার্স ইউনিয়ন।
বসুন্ধরা কিংসের ঘরের মাঠ কিংস এরেনায় মঙ্গলবার তাদেরকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্রাদার্সের জয় ৮-০ গোলে।
নিজেদের মাঠে একাধিক সুযোগ হারানোর মাশুল দেয় কিংস। গোলশূন্য প্রথমার্ধের পর ৭২তম মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েদ। মিনিট সাতেক পর ব্যবধান বাড়ান মোহাম্মদ আব্দুল্লাহ।
দুই ম্যাচে একটি জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে গেছে ফর্টিস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে কিংস।
ওয়ান্ডারার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রাদার্সের গাম্বিয়ান ফরোয়ার্ড মুস্তাফা দ্রামেহ ও স্থানীয় ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন। এছাড়া এলিটা কিংসলে ও কাওসার আলি রাব্বি করেন একটি করে গোল।
ম্যাচের ৮ মিনিটে মিডফিল্ডার কাওসারের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২৫ মিনিটে ব্যবধান বাড়ান মুস্তাফা। চার মিনিট পর স্কোর ৩-০ করেন সাজ্জাদ। প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়ান্ডারার্সের জালে ফের বল পাঠান সাজ্জাদ।।
এরপর ৬১ মিনিটে ওয়ান্ডারার্সের মিডফিল্ডার মাহাবুব হোসেন ফাহিম লাল কার্ড দেখেন। দশ জনের দল নিয়ে শেষ আধঘণ্টায় আরও চার গোল হজম করে ওয়ান্ডারার্স।
৬৫ ও ৭০ মিনিটে জালের দেখা পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মুস্তাফা। এর পরপরই তার বদলি হিসেবে কিংসলেকে নামান ব্রাদার্স কোচ। অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাল খুঁজে নেন কিংসলে।
এর আগে ৮২ মিনিটে করা গোলে পূর্ণ হয় সাজ্জাদের হ্যাটট্রিক।
দুই ম্যাচে ব্রাদার্সের এটি প্রথম জয়। কিংসের সমান ৩ পয়েন্ট নিয়েই গোলের হিসেবে দুইয়ে তারা। ওয়ান্ডারার্স এখনও প্রথম জয়ের খোঁজে।