চ্যাম্পিয়ন্স লিগ
ফলাফল ভুলে গেলেও বায়ার্নের মাঠের পারফরম্যান্সের পুনরাবৃত্তি সান সিরোয় দেখতে চান সিমোনে ইনজাগি।
Published : 15 Apr 2025, 10:14 PM
বায়ার্ন মিউনিখের মাঠে প্রথম লেগে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের পথে কিছুটা এগিয়ে আছে ইন্টার মিলান। ফিরতি লেগ নিজ আঙিনায় হলেও নির্ভার থাকতে নারাজ সিমোনে ইনজাগি। অতীত সাফল্য ভুলে দুর্দান্ত একটি ম্যাচ খেলতে চান ইতালিয়ান ক্লাবটির কোচ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ২-১ গোলে হারায় ইন্টার। তাতে থামে ঘরের মাঠে জার্মানির দলটির ২২ ম্যাচের অপ্রতিরোধ্য পথচলা।
ফিরতি লেগে বুধবার সান সিরোয় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।
প্রথম লেগের ওই জয়ে চলতি মৌসুমে ইন্টারের ট্রেবল জয়ের স্বপ্ন কিছুটা উজ্জ্বল হয়েছে। সেরি আয় দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে শিরোপাধারীরা। আর ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে লড়ার অপেক্ষায় দলটি।
ভিন্ন প্রতিযোগিতায় সম্ভাব্য সাফল্যের চাপ জেঁকে বসতে পারে যেকোনো দলকে। তবে ইনজাগি বলেছেন, চাপের চেয়ে দারুণ একটি মৌসুম কাটানোর গর্ব হচ্ছে তাদের।
“এই মৌসুম যেভাবে এগোচ্ছে, সেটা স্নায়ুচাপের চেয়ে বেশি গর্বের। কাল কঠিন একটি ম্যাচ হবে। আমাদের প্রথম লেগের ফলাফল ভুল যেতে হবে, তবে পারফরম্যান্স নয়। কারণ মিউনিখে আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি।”
“প্রতিপক্ষের মান সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। আমাদের সঠিক মনোভাব নিয়ে দুর্দান্ত একটি ম্যাচ খেলতে হবে।”
বায়ার্নের মাঠে ওই জয় ইনজাগির কাছে দারুণ এক প্রাপ্তি। তবে এটাই শেষ নয়, সেটিও মনে করিয়ে দিলেন তিনি।
“মিউনিখে জেতা কঠিন, আপনাকে অবশ্যই ভালো হতে হবে। (ওই জয়ে) আমরা খুশি, তবে এটাও জানি যে, দুর্ভাগ্যবশত ম্যাচটি ফাইনাল ছিল না।”
বায়ার্নকে সমীহ করার পাশাপাশি দলটির কোচ ভিনসেন্ট কোম্পানির প্রশংসাও করেছেন ইনজাগি।
“২৪ ঘন্টার একটু বেশি সময় পরে আমাদের আরেকটি পরীক্ষা রয়েছে, আমার মনে হয় রেয়াল মাদ্রিদের মতো তারাও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল... তারা শক্তিশালী, তারা প্রতিভায় পরিপূর্ণ একটি দল, যাদের কোচকে খেলোয়াড় হিসেবে অনেক সম্মান করতাম।”
“সে খুবই বুদ্ধিমান খেলোয়াড় ছিল এবং কোচ হিসেবেও সেটা প্রমাণ করছে। আমাদের অবশ্যই মিউনিখের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব বল ধরে রাখার জন্য টেকনিক্যালি খুব ভালো খেলতে হবে। এটা কঠিন হবে কারণ তারা প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে।”