আর্লিং হলান্ড পেনাল্টি থেকে গোল করার পর ম্যাচের পরিস্থিতি বদলে যায় বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
Published : 30 Oct 2023, 01:00 PM
সব কোচের জন্যই দলের হার বেদনার। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হার আরও বেশি যন্ত্রণার। তাই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগও ডার্বিতে ভরাডুবির পর বললেন, ইউনাইটেডের হয়ে তার সময়ের সবচেয়ে হতাশাজনক হারের পীড়া অনুভব করছেন তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ম্যানচেস্টার ডার্বিতে ৩-০ গোলে হেরে যায় ইউনাইটেড। আর্লিং হলান্ডের জোড়া গোলের পর ফিল ফোডেন জালের দেখা পেলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
ডার্বিতে ধরাশায়ী হওয়া ইউনাইটেড কোচকে প্রশ্ন করা হয়, তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন কিনা? অকপটে এরিক টেন হাগও দিয়েছেন হ্যাঁ-সূচক উত্তর।
“যখনই আপনি ডার্বিতে হারবেন…যেভাবে আমরা হারলাম, এটা হতাশার। প্রথমার্ধে খুব ভালো পরিকল্পনা ছিল আমাদের এবং মাঠেও তা ভালোভাবে মেলে ধরলাম এবং এরপর পেনাল্টি পরিস্থিতিটা বদলে দিল।”
২৬তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। ইউনাইটেডও যেন ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান ফোডেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ডার্বিতে নেমেছিল ইউনাইটেড। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তারা এফসি কোপেনহেগেনের বিপক্ষে জিতে ১-০ গোলে, কিন্তু সিটির বিপক্ষে মাথা তুলেই দাঁড়াতে পারেনি টেন হাগের দল।
স্কোরলাইন দেখে যে কেউ বলবে, একপেশে জয় পেয়েছে সিটি। ম্যাচশেষে দলটির কোচ পেপ গুয়ার্দিওলাও সহজ জয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। এই স্প্যানিশ কোচ পরোক্ষাভাবে ওই প্রশ্নকারীর সঙ্গে একটু মজাও যেন করলেন।
“আমি আপনার প্রশ্নটা বুঝেছি; কেননা, আপনি ভালো একজন সাংবাদিক… এই জয়টা সহজ দেখাচ্ছে, কিন্তু এটা সহজ নয়।”