ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে জুড বেলিংহ্যামের ওভারহেড কিকের গোল।
Published : 16 Jul 2024, 09:30 PM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত এক গোলে স্পেনকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। সেমি-ফাইনালের সেই গোলই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।
জার্মানি আসরের সেরা ১০ গোল বাছাই করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভারস সিলেকশন কমিটি। সেই তালিকা মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়ার পর চোখধাঁধানো গোলে দলকে সমতায় ফেরান ইয়ামাল। অধিনায়ক আলভারো মোরাতার পাস পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকে, সামনে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট নেন বার্সেলোনার উইঙ্গার। বল সামান্য বাঁক খেয়ে পোস্টে লেগে ঠিকানা খুঁজে পায়।
ওই গোলে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার কীর্তি গড়েন ইয়ামাল (১৬ বছর ৩৬২ দিন)।
শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতে স্পেন পা রাখে ফাইনালে। যেখানে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর ট্রফি উঁচিয়ে ধরে স্প্যানিশরা।
দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে শেষ ষোলোয় স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের ওভারহেড কিকের গোল। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বক্সের বাইরে থেকে শটে করা সুইজারল্যান্ডের জেরদান শাচিরির গোলটি হয়েছে তৃতীয়।