৪৩ বছরের শিরোপা খরা কাটিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে ওয়েস্ট হ্যাম

ফিওরেন্তিনার বিপক্ষে নাটকীয় জয়ে ইউরোপা কনফারেন্স লিগের ট্রফি ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 09:58 AM
Updated : 8 June 2023, 09:58 AM

ম্যাচ এগোচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। নির্ধারিত সময়ের শেষ মিনিটের খেলা চলছিল তখন। এমন সময়েই ফিওরেন্তিনার জালে বল পাঠালেন জ্যারড বোয়েন। তার এই গোলই গড়ে দিল ব্যবধান। নাটকীয় জয়ে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জিতল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ঘুচল ইংলিশ ক্লাবটির প্রায় অর্ধ শতাব্দীর অপেক্ষা। ইংলিশ উইঙ্গার বোয়েন বললেন, তার ক্যারিয়ারের সেরা ম্যাচ এটিই।

চেক রিপাবলিকের প্রাগে বুধবার রাতের ফাইনালে ২-১ গোলে জেতে ওয়েস্ট হ্যাম। ৪৩ বছর পর কোনো বড় শিরোপা জিতল দলটি।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬২তম মিনিটে পেনাল্টি থেকে ওয়েস্ট হ্যামকে এগিয়ে নেন সাইদ বেনরাহমা। পাঁচ মিনিট পর সমতা টানেন জাকোমো বোনাভেন্তুরা।

এরপর ৯০তম মিনিটে বোয়েনের ওই গোল। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের পর বিটি স্পোর্টের সঙ্গে আলাপে ২৬ বছর বয়সী বোয়েনের কণ্ঠে ফুটে উঠল স্বপ্ন পূরণের উচ্ছ্বাস।  

"এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। আমি অবশ্যই গোল করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শেষ মিনিটে জয়সূচক গোল… আমি অনেক খুশি।”

ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস এই সাফল্যকে দেখছেন তার কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলির একটি হিসেবে।

“ফুটবলে আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ার এবং এরকম মুহূর্ত খুব বেশি নেই। কোচ হিসেবে এই ধরনের মুহূর্তগুলি খুব বেশি আসে না। এটি আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত।”