নেশন্স লিগ
বেলজিয়ামের অভিজ্ঞ এই গোলরক্ষক বললেন, নেতৃত্বের জন্য উপেক্ষা নয়, কোচের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
Published : 18 Mar 2025, 09:45 PM
নিজের জাতীয় দলে ফেরা নিয়ে দুই ভাগ হয়ে যাওয়া বেলজিয়ামের ফুটবল ভক্তদের মাঝে শান্তির পতাকা তুললেন থিবো কোর্তোয়া। অভিজ্ঞ এই গোলরক্ষক স্বীকার করলেন নিজের ভুল, পরিষ্কার করলেন ভুল বোঝাবুঝি। বললেন, নেতৃত্বের জন্য উপেক্ষা নয়, কোচের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
২০২৩ সালের জুনের পর আর বেলজিয়ামের হয় খেলেননি ৩২ বছর বয়সী কোর্তোয়া। এস্তোনিয়ার বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের আগে নিজেকে সরিয়ে নেওয়ার পর ২২ মাস স্বেচ্ছায় দলের বাইরে ছিলেন তিনি।
দমেনিকো তেদেস্কোর জায়গায় গত জানুয়ারিতে রুদি গার্সিয়া কোচ হয়ে আসার পর মত বদলান কোর্তোয়া। বেলজিয়ামের হয়ে ১০২ ম্যাচ খেলা গোলরক্ষক ডাক পান ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে।
রেয়াল মাদ্রিদ গোলরক্ষক স্বীকার নিয়ে নিয়েছেন, পরিস্থিতি আরও ভালোভাবে সামলাতে পারতেন তিনি। কিন্তু সম্পর্কের চরম অবনতি হওয়ায় তেদেস্কোর কোচিংয়ে খেলার কোনো সুযোগ তিনি দেখেননি।
বেলজিয়াম দলে যোগ দেওয়ার পর সোমবার সতীর্থদের সঙ্গে কথা বলেন কোর্তোয়া। সেখান সব বিষয় উঠে আসে বলে পরদিন সংবাদ সম্মেলনে জানালেন তিনি।
“অনেক ভুল বোঝাবুঝি ছিল, অনেক অর্ধ সত্য বলা হয়েছিল। আমি ব্যাখ্যা করেছি ঠিক কী ঘটেছিল। সতীর্থরা তাদের প্রশ্ন করেছিল।”
সবার সঙ্গে মন খুলে কথা বলতে পারায় কোর্তোয়া আশাবাদী, সব বিতর্কের অবসান হবে এবার।
“সব কিছু নিয়ে কথা বলতে পারা আমার জন্য স্বস্তির। এখন সব কিছুই পরিষ্কার এবং আমরা সামনে তাকাচ্ছি। আমি জানি, আমিও কিছু ভুল করেছিলাম। সেই সময়ে খেলার জন্য আমি মানসিকভাবে শতভাগ তৈরি ছিলাম না।”
“দীর্ঘ মৌসুম শেষে কখনও কখনও আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে পারেন। আর আমার দিক থেকে সেটা বুদ্ধিমানের মতো কাজ ছিল না। দল ও সমর্থকদের জন্য সেটা ভালো কিছু ছিল না।”
“এখনও মনে করি, ফুটবল অ্যাসোসিয়েশন পরে সেটা ভালোভাবে সামাল দিতে পারত। কিন্তু আমিও হাঁটুতে গুরুতর চোট পেলাম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্যও আমি প্রস্তুত ছিলাম না। আর যখন কোচের সঙ্গে সস্পর্কের অবনতি ঘটে তখন এটা কঠিনও।”
দল ছেড়ে কোর্তোয়া স্বেচ্ছায় বাইরে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক খবরই আসে গণমাধ্যমে। তার দাবি, এগুলো মোটেও সত্যি নয়।
“নেতৃত্ব না পাওয়ায় আমি দল ছেড়েছিলাম বলে লেখা হয়, এটা সত্য নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল তথ্য। আমি বুঝতে পারছি সমর্থকদের জন্য এটা খুব কঠিন ছিল। আশা করি, তারা আবারও আমাকে গ্রহণ করতে পারবে। বুঝতে পারছি, এটা সহজ নয়, তবে তারা দলকে সমর্থন দেবে।”
সংবাদ সম্মেলনে এসেছিলেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমানস। তিনি বললেন, কোর্তোয়া নিজে সব ব্যাখ্যা করায় ভালো হয়েছে।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সে বুঝতে পেরেছে কিছু ব্যাপার খেলোয়াড়রা ভালোভাবে নেয়নি। সে বলেছে, এমন কিছু সে বুঝাতে চায়নি।”