ইংলিশ ফুটবল
জেমস জাস্টিনের নৈপুণ্যে এমিরেটস স্টেডিয়াম থেকে পয়েন্ট নিয়ে ফেরার দুয়ারে গিয়েও পারল না লেস্টার সিটি।
Published : 28 Sep 2024, 10:09 PM
চেনা আঙিনায় আক্রমণে দাপট দেখিয়ে প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া আর্সেনাল খেই হারাল বিরতির পর। ১৬ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় তারা। তবে যোগ করা সময়ে দুবার জালে বল পাঠিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল।
স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন গব্রিয়েল মার্তিনেল্লি, লেয়ান্দ্রো ত্রোসার ও কাই হাভার্টজ। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। লেস্টারের দুটি গোলই করেন জেমস জাস্টিন।
লিগে গত রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুরোটা ১০ জন নিয়ে শেষ সময়ে গোল খেয়ে ২-২ ড্র করেছিল আর্সেনাল। এবার জয়ের পথে ফিরল তারা।
শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করে ২০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ডান দিক থেকে ইউরিয়েন টিম্বারের পাসে পেনাল্টি স্পটের কাছে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মার্তিনেল্লি।
গত মার্চের পর আর্সেনালের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পাঁচ মিনিট পর আরেকটি গোল পেতে পারতেন তিনি। এবার তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ হয় আর্সেনালের। এই গোলেও অবদান রাখেন মার্তিনেল্লি। বক্সে তার পাস থেকে ডান পায়ের টোকায় বল জালে পাঠান ত্রোসার।
৪৭তম মিনিটে ব্যবধান কমায় লেস্টার। ফ্রি-কিকে বক্সে জাস্টিনের হেড হাভার্টজের গায়ে লেগে জালে জড়ায়।
৬৩তম মিনিটে চমৎকার গোলে সমতা টানেন জাস্টিন। ডান দিক থেকে উইলফ্রেড এনডিডির ক্রসে বক্সে ভলিতে লক্ষ্যভেদ করেন ইংলিশ ডিফেন্ডার।
জয়সূচক গোল পেতে মরিয়া হয়ে আক্রমণ শাণায় আর্সেনাল। তাদের বেশ কয়েকটি প্রচেষ্টা দারুণ সেভে ব্যর্থ করে দেন লেস্টার গোলরক্ষক।
সাত মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লেস্টারের হৃদয় ভাঙে এনডিডির আত্মঘাতী গোলে। কর্নারে দূরের পোস্টে ত্রোসারের দুর্বল শটে বল এনডিডির পায়ে লেগে জালে জড়ায়।
একেবারে শেষ সময়ে জালের দেখা পান হাভার্টজ। গাব্রিয়েল জেসুসের শট গোলরক্ষক ঠেকানোর পর লেস্টারের এক ডিফেন্ডার ক্লিয়ারের চেষ্টায় বল মারেন হাভার্টজের গায়ে। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্যে গোল দেন।
৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।
দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করা ম্যানচেস্টার সিটিরও ১৪ পয়েন্ট, গোল পার্থক্যে শীর্ষে আছে পেপ গুয়ার্দিওলার দল।
৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে লেস্টার।