হাঙ্গেরির বিপক্ষে এই দুই তরুণ ফুটবলারের পারফরম্যান্সে খুবই খুশি জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।
Published : 08 Sep 2024, 05:50 PM
‘তারা দুজন যখন ছন্দে থাকে… প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন, তারা অবিশ্বাস্যরকম ভালো’- সংবাদ সম্মেলনে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভিরৎজকে নিয়ে বলছিলেন ইউলিয়ান নাগেলসমান। সত্যিই তাই। হাঙ্গেরির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই দুই তরুণ। তাদের নিয়ে দারুণ উচ্ছ্বসিত নাগেলসমান। জার্মানি কোচের বিশ্বাস, ভবিষ্যতে ব্যালন দ’র জয়ের সব সম্ভাবনাই আছে দুজনের।
ঘরের মাঠে শনিবার হাঙ্গেরিকে গোল বন্যায় ভাসানো ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন মুসিয়ালা। বায়ার্ন মিউনিখের ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজে করেন একটি গোল, অবদান রাখেন আরও তিনটি গোলে। আর বায়ার লেভারকুজেনের ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ভিরৎজ একটি গোল করার পাশাপাশি অবদান রাখেন আরেকটিতে। হাঙ্গেরিকে ৫-০ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের নতুন আসরে শুভসূচনা করে জার্মানি।
ঘরের মাঠে অনুষ্ঠিত গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান জার্মানির অভিজ্ঞ চার ফুটবলার- গোলরক্ষক মানুয়েল নয়ার, মিডফিল্ডার টনি ক্রুস, ইলকাই গিন্দোয়ান ও ফরোয়ার্ড টমাস মুলার। তাদের ছাড়া নতুন চেহেরার দল নিয়ে শুরুটা দারুণ হলো নাগেলসমানের দলের।
প্রথমার্ধে নিকলাস ফুয়েলখুগ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের মুসিয়ালা দ্বিগুণ করেন ব্যবধান। তার ওই গোলে অবদান রাখেন ভিরৎজ। হাঙ্গেরির কর্নার ক্লিয়ার করে আক্রমণে ওঠে তারা। ভিরৎজের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন মুসিয়ালা। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
সাত মিনিট পর মুসিয়ালার পাস থেকে চমৎকার গোলে ব্যবধান বাড়ান বুন্ডেসলিগার গত আসরের সেরা খেলোয়াড় ভিরৎজ। বক্সের বাইরে তার শট প্রতিপক্ষের একজনের পায়ে লাগার পর বল পান মুসিয়ালা। সতীর্থের ফিরতি পাস বক্সে পেয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ভিরৎজ। পরে বাকি দুটি গোল করেন আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ।
ম্যাচের পর জার্মান টিভি চ্যানেল ‘জেডডিএফ’কে নাগেলসমান বললেন, মুসিয়ালা ও ভিরৎজকে একসঙ্গে খেলতে দেখাটাও চোখের প্রশান্তি।
“তারা দুজন এমন ফুটবলার, যখন তারা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়, তখন এটি দেখতে খুব, খুব ভালো লাগে। জামাল ইতোমধ্যেই বক্সে তার উপস্থিতির প্রেক্ষিতে গত বছরে দুর্দান্ত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। টুর্নামেন্ট (ইউরো) চলাকালীন সে খুব ভালো ছিল, আজ ছিল অসাধারণ। (মুসিয়ালা ও ভিরৎজ) উভয়েরই ব্যালন দ’র জয়ের সম্ভাবনা রয়েছে।”
এই বছরের ব্যালন দ’রের জন্য গত সপ্তাহে ঘোষিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন ভিরৎজ।