ফিরমিনো-নুনেসের গোলে লিভারপুলের দুর্দান্ত জয়

বিশ্বকাপ বিরতির আগে শেষটা জয়ে রাঙাল ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2022, 04:57 PM
Updated : 12 Nov 2022, 04:57 PM

সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ফুটবল উপহার দিল লিভারপুল। জোড়া গোলের সৌরভ ছড়ালেন দারউইন নুনেস। বিশ্বকাপ বিরতির আগে শেষটা দারুণ হলো ইয়ুর্গেন ক্লপের দলের। 

অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল। তাদের অন্য গোলদাতা রবের্তো ফিরমিনো। 

দারুণ তিনটি সেভ করে দলের জয়ে বড় অবদান রাখেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। 

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে টাচলাইনে ছিলেন না ক্লপ। জার্মান কোচ খেলা দেখেন গ্যালারিতে বসে। 

ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে হেডে গোলটি করেন ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ফরোয়ার্ড ফিরমিনো। 

ঠিক একইভাবে সেট পিস থেকেই নবম মিনিটে সমতা ফেরায় সাউথ্যাম্পটন। জেমস ওয়ার্ড-প্রাউসের ফ্রি-কিকে হেডে বল জালে পাঠান চে অ্যাডামস। 

ষোড়শ মিনিটে আরেকটি সুযোগ পায় লিভারপুল। মোহামেদ সালাহর প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক। 

পাঁচ মিনিট পরই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। বেশ কয়েকবার সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। হার্ভে এলিয়টের ক্রসে ভলিতে লক্ষ্যভেদ করেন নুনেস। 

বিরতির আগে ব্যবধান বাড়ান উরুগুয়ের ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাঁ দিক থেকে রবার্টসনের পাসে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠান তিনি। 

৬২তম মিনিটে সুবর্ণ সুযোগ পান সালাহ। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মিশরের এই ফরোয়ার্ড। সামনে একমাত্র বাধা গোরক্ষক। তবে শেষ মুহূর্তে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে পড়ে যান তিনি। পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি। 

পরক্ষণে সামুয়েলের শট এগিয়ে এসে রুখে দেন আলিসন। ৭৭তম মিনিটে কাছ থেকে অ্যাডামসের প্রচেষ্টা এক হাতে ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন তিনি। 

শেষ দিকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। 

১৪ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ১৫ ম্যাচে নবম হারের স্বাদ পাওয়া সাউথ্যাম্পটন ১২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে। 

দিনের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে ২-১ গোলে হারা ম্যানচেস্টার সিটি ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। 

১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল দিনের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মুখোমুখি হবে।