ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ইউরোর জন্য চূড়ান্ত দল সাজাতে প্রাথমিক স্কোয়াড থেকে আরও পাঁচজনকে বাদ দিতে হবে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের।
Published : 06 Jun 2024, 07:22 PM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না জেমস ম্যাডিসন ও কার্টিস জোন্সের। এই দুই মিডফিল্ডারকে প্রাথমিক দল থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ম্যাডিসন ও জোন্সকে ফেরত পাঠানোর কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন টটেনহ্যাম হটস্পারের ম্যাডিসন। আর লিভারপুলের জোন্স এখনও জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন।
বাদ পড়াদের মধ্যে ডিফেন্ডার জ্যারেল কুয়ানসাহর নাম শোনা যাচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু এখনও সেটা নিশ্চিত করে জানায়নি এফএ।
ইউরোর জন্য ৩৩ জনের প্রাথমিক দল দিয়েছিল ইংল্যান্ড। চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড সাজাতে দলগুলোকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে উয়েফা।
তাই চূড়ান্ত স্কোয়াড ঠিক করতে আরও পাঁচজনকে বাদ দিতে হবে সাউথগেটের।
ইউরো অভিযান শুরুর আগে শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটির জন্য আগের দিন ইংল্যান্ডের অনুশীলনে ছিলেন ২৭জন। চোট থেকে সেরে ওঠার পথে থাকা লুইস ডাঙ্ক, হ্যারি ম্যাগুইয়ার ও লুক শ আলাদাভাবে কাজ করেছেন।
শেষপর্বের প্রস্তুতির প্রথম প্রীতি ম্যাচে গত সোমবার বসনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
জার্মানিতে আগামী ১৪ জুন পর্দা উঠবে এবারের ইউরোর। দুই দিন পর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গতবারের রানার্সআপরা।