সেরি আ
শিরোপাপ্রত্যাশী এই দুই দলের জমজমাট ম্যাচের মতো এবারের সেরি আর শিরোপা লড়াইও দারুণ জমে উঠেছে, টেবিলের প্রথম ছয় দলের মধ্যে ব্যবধান মাত্র ২ পয়েন্টের!
Published : 11 Nov 2024, 03:48 AM
ইন্টার মিলানের জার্সিতে আগে ১৯ বার পেনাল্টি শট নিয়ে প্রতিবার জালের দেখা পেয়েছেন হাকান কালহানোগলু। নাপোলির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে দুর্দান্ত গোলে সমতা টানার পর, দলকে এগিয়ে নেওয়ারও সুযোগ পেলেন তিনি। কিন্তু এবার আর স্পট কিকে সফল হলেন না তুর্কি তারকা। ঘরের মাঠে তার দলও পারল না পূর্ণ পয়েন্ট মুঠোয় ভরতে।
সান সিরোয় রোববার রাতে প্রতিপক্ষের তুলনায় বেশ ভালো খেলে ইন্টার। আক্রমণে আধিপত্য করে জয়ের আশাও জাগায় তারা। কিন্তু ওই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে, ১-১ ড্রয়ে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারাল সিমোনে ইনজাগির দল।
এই দুই দলের লড়াই অমীমাংসিত থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন আসেনি। ১২ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান ২৫ পয়েন্ট নিয়ে পরের চারটি স্থানে আছে-আতালান্তা, ফিওরেন্তিনা, ইন্টার ও লাৎসিও। ষষ্ঠ স্থানে ইউভেন্তুসের পয়েন্ট ২৪।
শিরোপাপ্রত্যাশী দুই দলের লড়াইয়ে শুরু থেকে ইন্টার বল দখলে আধিপত্য করে। তবে আক্রমণে সেভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না তারা।
গত সপ্তাহে আতালান্তার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়া নাপোলি ২৩তম মিনিটে প্রথম কর্নার পায়। ওই সেট পিসেই আমির রাহমানির ফ্লিকে বল গোলমুখে পেয়ে, প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে দারুণ টোকায় গোলটি করেন ম্যাকটমিনে।
পিছিয়ে পড়ে যেন তেতে ওঠে ইন্টার, ধার বাড়ায় আক্রমণে। কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৪৩তম মিনিটে কালহানোগলুর অসাধারণ নৈপুণ্যে সমতায় ফেরে স্বাগতিকরা। আলেস্সান্দ্রো বাস্তোনির পাস পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তুর্কি মিডফিল্ডার।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে কালহানোগলুর সফল স্পট কিকেই জয় পায় ইন্টার।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়েও যেতে পারতো গতবারের চ্যাম্পিয়নরা। তবে ভাগ্য সহায় হয়নি; ফেদেরিকো দিমার্কোর বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে লাগে। ১৫ মিনিট পর এই ইতালিয়ান ডিফেন্ডারের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
৭২তম মিনিটে নাপোলির বক্সে ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইন্টার। কিন্তু, এবার স্পট কিক পোস্টে মেরে হতাশ করেন কালহানোগলু।
পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার আরেকটি দারুণ সুযোগ পায় ইন্টার। এবার নিকোলো বারেল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নাপোলি গোলরক্ষক।
একেবারে অন্তিম মুহূর্তে সব হিসাব পাল্টে দিতে পারতেন রোমেলু লুকাকুর বদলি নামা জিওভানি সিমেওনে। তবে ভালো পজিশন থেকে উড়িয়ে মেরে সব সম্ভাবনা শেষ করে দেন নাপোলি ফরোয়ার্ড।