Published : 20 Mar 2025, 08:42 AM
আট মাস হয়ে গেলেও কোপা আমেরিকার ফাইনালের স্মৃতি ভুলতে পারেন না হামেস রদ্রিগেস। কলম্বিয়া অধিনায়কের অভিযোগ, শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন ব্রাজিলের রেফারি। সেটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছিল।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময়ে গড়ানো শিরোপা লড়াইয়ে ১-০ গোলে হেরে যায় আসর জুড়ে দারুণ ফুটবল খেলা কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লাউতারো মার্তিনেসের ১১২ মিনিটের গোলে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে আর্জেন্টিনা।
ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলার আগে নতুন করে এই বিতর্ক ছড়ালেন রদ্রিগেস। ওই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী এই প্লে মেকার স্প্যানিশ সাংবাদিক এদু আগিরেকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, বাড়তি সুবিধা পেয়েছিল আর্জেন্টিনা।
“কোপা আমেরিকা আমাদের দারুণ কেটেছিল। বাইরের কিছু ব্যাপার জড়িত না থাকলে আমরাই হয়তো জিততাম। ব্রাজিলিয়ান রেফারি (ভিএআর) হোদোলফো তস্কির অনেক বড় প্রভাব ছিল। তিনি একটি বা দুটি পেনাল্টি দেননি। আমার মতে, এটা খুবই পরিষ্কার ছিল।”
টুর্নামেন্টের সূচিকেও কাঠগড়ায় তুললেন রদ্রিগেস। বললেন, ম্যাচের জন্য অনেক বেশি ভ্রমণ করতে হয়েছিল তাদের।
“আমরা এমন সব শহরে খেলেছিলাম, যেগুলো একটা থেকে অন্যটা অনেক দূরে। সে তুলনায় আর্জেন্টিনা অনেক কম ভ্রমণ করে।”
“আমরা খুব ভালো ছন্দ নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে এসেছিলাম। ফাইনালে খুব ভালো খেলছিলাম। কিন্তু সব কিছু ওদের পক্ষে গেছে। আমি বলছি না, জয় ওদের প্রাপ্য নয়, তবে সত্যিটা হচ্ছে বাইরের প্রভাব ছিল এবং সেটাই আমাদের পিছিয়ে দিয়েছিল।”
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ডি-বক্সে কর্দোবাকে ‘ফাউল’ করেন আলক্সিস মাক আলিস্তের; কিন্তু রেফারি কিংবা ভিএআর কেউই পেনাল্টি দেননি।
পরে একটা কর্নার ‘ক্লিয়ার’ করার সময় নিকোলাস তাগলিয়াফিকোর পা লাগে দাভিনসন সানচেসের গায়ে। আর যোগ করা সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনার ডি-বক্সে একটি হ্যান্ডবলের আবেদন পরীক্ষা করে খারিজ করে দেন তস্কি।
স্নায়ুক্ষয়ী লড়াইয়ে জিতে কোপা আমেরিকায় রেকর্ড ষোড়শ শিরোপা জেতে আর্জেন্টিনা।