আন্তর্জাতিক ফুটবল
প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও, আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বাড়ল ব্রাজিলিয়ান তারকার।
Published : 15 Mar 2025, 06:59 PM
দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা হলো ঠিকই, কিন্তু এ যাত্রায় ম্যাচ আর খেলা হলো না নেইমারের। আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বাড়িয়ে চোট নিয়ে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা। বললেন, ঝুঁকি এড়াতে সবাই মিলেই নেওয়া হয়েছে সিদ্ধান্তটা।
এই মাসে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য গত বৃহস্পতিবার দল ঘোষণা করেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় ১৭ মাস পর সেই স্কোয়াডে ডাক পান নেইমার।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে পাওয়া চোটে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সৌদি আরবের ক্লাব আল হিলালে হতাশায় মোড়া অধ্যায় শেষে গত জানুয়ারির দলবদলে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে পুরোনো ছন্দে ফেরার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন ৩৩ বছর বয়সী তারকা। এ যাত্রায় সান্তোসের হয়ে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি।
গত সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। শুরুতে তার চোট নিয়ে পরিষ্কার ধারণা না মিললেও, পরে জানা যায় পেশির সমস্যায় ভুগছেন তিনি। এই চোটে ব্রাজিল দল থেকে তার ছিটকে পড়ার কথা জানানো হয় শুক্রবার।
ইনস্টাগ্রাম পোস্টে নেইমার তুলে ধরলেন তাকে দল থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রেক্ষাপট।
“(আন্তর্জাতিক ফুটবলে) ফেরার খুব কাছাকাছি ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বের জার্সিটি এবার পরতে পারব না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার জন্য ঐক্যমতে পৌঁছেছি, যাতে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি।”
“যারা আমার প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। এটা প্রক্রিয়ার অংশ।”