জাতীয় সাঁতার
৩২টি সোনা, ২৬ টি রুপা ও ১২ টি ব্রোঞ্জ নিয়ে জাতীয় সাঁতারে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
Published : 12 Nov 2024, 08:21 PM
আসরজুড়ে আলো ছড়িয়ে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সেরার খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার প্রতিযোগিতার শেষ দিনে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতেন রাফি ও যুথী।
৫৯ দশমিক ১৫ সেকেন্ড টাইমিং করেন রাফি। রেকর্ড গড়া যুথীর টাইমিং ১ মিনিট ১১ দশমিক ৮৩ সেকেন্ড।
রাফি সব মিলিয়ে ৫টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছেন। এর মধ্যে ৩টি ইভেন্টে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। ছেলেদের বিভাগে রাজবাড়ীর এই সাঁতারু হয়েছেন সেরা।
যুথী ৪টি সোনা ও ১টি রুপা জয়ের পথে তিন ইভেন্টে গড়েছেন রেকর্ড।
সব মিলিয়ে এবারের আসরে ১০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। শেষ দিনে ৪০০ মিটার ফ্রিস্টাইল নৌবাহিনীর কাজল মিয়া ২০২১ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৭ দশমিক ৩৫ সেকেন্ড) ভেঙেছেন ৪ মিনিট ১৪ দশমিক ২৫ সেকেন্ড টাইমিং করে। সব মিলিয়ে দুটি রেকর্ড গড়েছেন তিনি।
৩২টি সোনা, ২৬ টি রুপা ও ১২ টি ব্রোঞ্জ নিয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহনী। বাংলাদেশ সেনাবাহিনী ১০ টি সোনা, ১৫টি রুপা ও ২৩ টি ব্রোঞ্জ জিতে হয়েছে রানারআপ।