নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক ফুটবলার ইগর টুডর।
Published : 23 Mar 2025, 11:13 PM
সেরি আয় পরপর দুই ম্যাচে বড় হারের পর চাকরি হারালেন ইউভেন্তুস কোচ থিয়াগো মোত্তা। নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির সাবেক ফুটবলার ইগর টুডর।
ইতালির শীর্ষ লিগে নিজেদের সবশেষ ম্যাচে গত সপ্তাহে ফিওরেন্তিনার মাঠে ৩-০ গোলে হারে ইউভেন্তুস। এর আগের ম্যাচে ঘরের মাঠে আতালান্তার বিপক্ষে তারা হারে ৪-০ গোলে।
তুরিনের ক্লাবটি রোববার বিবৃতি দিয়ে ৪২ বছর বয়সী মোত্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি টুডরকে নিয়োগ দেওয়ার কথা জানায়।
ক্রোয়েশিয়ার সাবেক ডিফেন্ডার টুডর ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটান ইউভেন্তুসে। ২০২০ সালের অগাস্ট থেকে এক মৌসুমের জন্য ক্লাবটির সহকারী কোচ ছিলেন তিনি।
গত মৌসুমে বোলোনিয়াকে চ্যাম্পিয়ন্স লিগে তোলার পর জুনে তিন বছরের চুক্তিতে মোত্তাকে নিয়োগ দেয় ইউভেন্তুস। কিন্তু নতুন ঠিকানায় প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
এই মৌসুমে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ২০তম হয় ইউভেন্তুস। গত মাসে প্লে-অফে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে হেরে ইউরোপ সেরার প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় তারা। এর এক সপ্তাহের কম সময়ের মধ্যে এম্পোলির বিপক্ষে হেরে ইতালিয়ান ক্লাবের কোয়ার্টার-ফাইনালে থামে তাদের পথচলা।
এবার সেরি আয় প্রথম ২১ ম্যাচে অপরাজিত ছিল তারা। অবশ্য এর মধ্যে ১৩টিতেই করে ড্র। জানুয়ারিতে নাপোলির বিপক্ষে হেরে শেষ হয় তাদের অপরাজেয় যাত্রা। এরপর টানা পাঁচ ম্যাচ জেতে তারা। কিন্তু পরের দুই ম্যাচে হারের পর বরখাস্ত হতে হলো মোত্তাকে।
২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচে আছে ইউভেন্তুস। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে তারা।