চ্যাম্পিয়ন্স লিগ
ইতালিয়ান ক্লাবটির স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ পুরোপুরি সেরে উঠেছেন।
Published : 28 Jan 2025, 10:45 PM
পুরোপুরি সেরে উঠেছেন দুসান ভ্লাহোভিচ। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে শুরুর একাদশে খেলতে প্রস্তুত ইউভেন্তুসের এই সার্বিয়ান স্ট্রাইকার। তবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ডিফেন্ডার আন্দ্রেয়া কাম্বিয়াসোকে পাবে না ইতালিয়ান ক্লাবটি।
ইউরোপ সেরার মঞ্চে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বুধবার পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হবে ইউভেন্তুস। আগের দিন সংবাদ সম্মেলনে দল নিয়ে দুই ধরনের সংবাদ দিয়েছেন কোচ থিয়াগো মোত্তা।
ফিটনেস সমস্যায় টানা দুই ম্যাচ বেঞ্চে ছিলেন ২৫ বছর বয়সী ভ্লাহোভিচ। গত শনিবার নাপোলির বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচ খেলা ভ্লাহোভিচ বেনফিকার বিপক্ষে শুরু থেকে খেলবেন বলে নিশ্চিত করেছেন মোত্তা।
চলতি দলবদলের মৌসুমে ভ্লাহোভিচের ইউভেন্তুস ছাড়ার গুঞ্জন উঠছে। ইতালিয়ান গণমাধ্যমের খবর, ইংলিশ ক্লাব চেলসি কিংবা আর্সেনালে যেতে পারেন তিনি।
ইউভেন্তুসের সবশেষ ম্যাচে নাপোলির বিপক্ষে খেলেছেন কাম্বিয়াসো। ম্যাচের পুরোটা অবশ্য খেলতে পারেননি। অ্যাঙ্কেলের সমস্যা মাথাচাড়া দিয়েছে। তাই বেনফিকার বিপক্ষে ২৪ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডারকে পাবে না ইউভেন্তুস।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে ইউভেন্তুস। সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার সম্ভাবনা তাদের ক্ষীণ।