ইংলিশ ফুটবল
নরওয়ের হয়ে খেলার সময় অ্যাঙ্কেলে চোট পেয়েছেন মিডফিল্ডার মার্টিন ওডেগোর।
Published : 10 Sep 2024, 03:01 PM
কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্সেনাল। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছেন দলটির অধিনায়ক মার্টিন ওডেগোর। নরওয়ের এই মিডফিল্ডারের চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত না হলেও খারাপ কিছুরই আশঙ্কা করছেন দলটির কোচ স্টল সুরবাককেন।
উয়েফা নেশন্স লিগে সোমবার রাতে এই অঘটনের শিকার হন ওডেগোর। অস্ট্রিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয়ের পথে দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে আঘাত পান তিনি।
প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে বেকায়দায় পড়ে তার গোড়ালি মচকে যায়। ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। প্রাথমিক চিকিৎসা চলার সময় দুই হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন ওডেগোর।
দুই মিনিট পর খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান তারকা এই মিডফিল্ডার। তাকে সান্ত্বনা দিতে দেখা যায় তার সতীর্থ ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডকে।
ওডেগোর মাঠ ছাড়ার সময় ম্যাচে ছিল ১-১ সমতা। পরে ৮০তম মিনিটে হলান্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
ম্যাচের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ওডেগোরকে নিয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি সুরবাককেন। বরং শঙ্কার কথাই বলেন তিনি।
“ড্রেসিং রুমে ফিরে মার্টিন ওডেগোরের চোটের অবস্থা ভালো দেখিনি, তার পাশে ফিজিওথেরাপিস্টদের দেখেছি। খেলা চালিয়ে যাওয়ার অবস্থায় সে ছিল না এবং আমরা জানি যে, তার গোড়ালি মচকে গেছে।”
“হ্যাঁ, মচকে গেছে। আমরা যারা ফুটবল খেলেছি, তারা জানি যে লিগামেন্ট না ছিড়লেই কেবল ভালো কিছু আশা করা যায়।”
মঙ্গলবার এমআরআই করা হবে, এরপরই চোটের প্রকৃত অবস্থা জানা যাবে বলে মনে করেন নরওয়ে দলের চিকিৎসব ওলা।
জাতীয় দলের হয়ে দায়িত্ব শেষে, ক্লাবে ফেরার কথা ছিল ওডেগোরের। আগামী ২ সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ আছে আর্সেনালের। আট দিনের মধ্যে তিনটি বড় ম্যাচ খেলবে তারা, প্রতিটিই প্রতিপক্ষের মাঠে।
প্রথমে আগামী রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এবং এর চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে গতবারের ইউরোপা লিগ জয়ী আতালান্তার মুখোমুখি হবে মিকেল আর্তেতার দল। এরপর আগামী ২২ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে গতবারের রানার্সআপরা।