চ্যাম্পিয়ন্স লিগ
চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে স্ট্রাইকার দিয়োগো জটাকে পাবে না ইংলিশ ক্লাবটি।
Published : 23 Oct 2024, 07:09 PM
চোটের থাবায় এমনিতেই নেই মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এবার দিয়োগো জটার চোট লিভারপুলের জন্য এলো বড় ধাক্কা হয়ে। চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে এই স্ট্রাইকারকে পাবে না ইংলিশ ক্লাবটি।
গত রোববার চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে ২-১ গোলে জেতা ম্যাচে চোট পান জটা। ম্যাচের ৩০মিনিটেই মাঠ ছাড়তে হয় পর্তুগিজ ফরোয়ার্ডকে। চোটের কারণেই সেই ম্যাচে খেলতে পারেননি রাইট-ব্যাক কনর ব্র্যাডলি।
চোটের কারণে অনেকদিন ধরে প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন বেকারকে পাচ্ছে না লিভারপুল। এছাড়া মাঠের বাইরে আছেন ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসা ও মিডফিল্ডার হার্ভি এলিয়ট। এদের কেউই বুধবারের ম্যাচটির জন্য জার্মানিতে দলের সঙ্গে যাননি।
সেই তালিকায় এবার জটার যুক্ত হওয়ার কথা আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিভারপুল কোচ আর্না স্লট। কবে নাগাদ ফিরবেন জটা, তা এখনই বলতে পারছেন না তিনি।
নতুন ঘরানার চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই জিতেছে লিভারপুল। জার্মান ক্লাব লাইপজিগ এখনও পায়নি জয়ের স্বাদ।