আন্তর্জাতিক ফুটবল
গত অক্টোবর ও নভেম্বরে এমবাপেকে দলে না রাখার কারণও ব্যাখ্যা করলেন দেশম।
Published : 14 Feb 2025, 05:30 PM
গত বছরের শেষভাগে পরপর দুবার কিলিয়ান এমবাপের জাতীয় দলে না থাকাটা অনেক আলোচনার জন্ম দিয়েছিল। তবে কয়েক মাসের বিরতি শেষে, পুরুষ আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়ানোর সময় এগিয়ে আসতেই সব জল্পনা-কল্পনা থামিয়ে দিলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ে দেশম। নিশ্চিত করে বললেন, আগামী মার্চের স্কোয়াডেই থাকবেন এমবাপে।
ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। গত বিশ্বকাপে দলের ফাইনাল খেলার পথেও সেরা অবদান ছিল তার। সেই তাকেই গত অক্টোবর ও নভেম্বরে উয়েফা নেশন্স লিগের ম্যাচের দলে রাখেননি কোচ।
নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আগামী মাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই লেগের লড়াইয়ে নামবে ফরাসিরা। ম্যাচ দুটির জন্য এখনও দল ঘোষণা করেনি তারা। তবে সেখানে এমবাপে যে থাকবেন, শুক্রবার ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপেতে প্রকাশিত সাক্ষাৎকারে সেটা জানিয়ে দিয়েছেন দেশম।
“অবশ্যই সে ওই দলে থাকবে। কেন থাকবে না? হ্যাঁ, নির্দিষ্ট কিছু কারণেই (গত দুই স্কোয়াডে সে ছিল না), তবে সামনে তাকে ঘিরে (অনাকাঙ্ক্ষিত) কিছু না ঘটলে, সে আগামী মাসের দলে থাকবে।”
“তার ব্যক্তিগত জীবনে ও ক্যারিয়ারে জটিল একটা সময় কেটেছে, তারপরও সে ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ। সে পুরো ফিটনেস ফিরে পেয়েছে, এবং মাঠেই তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার নিজের চিন্তাভাবনাতেও বিষয়গুলো পরিষ্কার।”
আগের দুই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এমবাপেকে দলে না রাখার কারণও ব্যাখ্যা করলেন দেশম। আলাদা করে বললেন, পিএসজির ছেড়ে গত গ্রীষ্মে এমবাপের রেয়ালে যোগ দেওয়ার কথা। নতুন ঠিকানায় মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়ার ভাবনাও তাকে জাতীয় দলে না নেওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করলেন কোচ।
“কিছু ছুটি, অল্প পরিসরে প্রস্তুতি, প্যারিসে ছয়টি জটিল মাস, পিঠের ব্যথা, ইউরোতে নাক ভেঙে যাওয়া-এই বিষয়গুলো অবশ্যই তার (এমবাপে) শরীর ও মনের ওপর প্রভাব ফেলেছিল, মাদ্রিদের মানিয়ে নেওয়ার কারণ তো আছেই।”
“এতে কিছুটা সময় লেগেছে। তবে সবকিছু এখন ঠিক হয়ে গেছে, কারণ সে প্রয়োজনীয় সবকিছু করেছে।”