৮ পয়েন্ট এগিয়ে বার্সা কোচ বললেন, ‘পথের অনেক বাকি’

রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা এগিয়ে গেলেও এখনই কিছু নিশ্চিত ধরে নিতে চান না শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 05:41 AM
Updated : 6 Feb 2023, 05:41 AM

ব্যবধান আগে থেকেই ছিল অনেক। জোড়া প্রাপ্তির এক রাতে তা বেড়ে গিয়েছে আরও। মায়োর্কার কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। সেই ফলাফল জেনে মাঠে নামার পর বার্সেলোনা উড়িয়ে দিয়েছে সেভিয়াকে। তাতে শীর্ষে অবস্থান যেমন সংহত হয়েছে আরও, তেমনি আরেকটু দূরত্ব কমেছে শিরোপার সঙ্গে। তবে এখনই নিশ্চিন্ত মনে তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।

লা লিগায় রোববার মায়োর্কার কাছে রিয়াল হেরে যায় ১-০ গোলে। পরে সেভিয়াকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান এখন ৮ পয়েন্টের। ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট বার্সেলোনার, ৪৫ রিয়ালের। তিনে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট সমান ম্যাচে স্রেফ ৩৯।

শিরোপা পুনরুদ্ধারের পথে তাই বলা যায় অনেকটাই এগিয়ে বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে দারুণ খেলতে থাকার তৃপ্তিও আছে শাভির। তবে শিরোপা সম্ভাবনায় এখনই রোমাঞ্চে বুঁদ হতে চান না কোচ।

“এখনই কোনো কিছু নিশ্চিত নয়। মোটেও নয়। আমরা অবশ্যই সুবিধাজনক অবস্থানে আছি। শীর্ষে থাকতে পারা এবং এতটা এগিয়ে থাকা অবশ্যই দারুণ। তবে এখনও অনেক পথ বাকি আছে।”

“টানা বেশ কিছু ম্যাচ আমরা অপরাজেয় এবং আজকে রাতে ভালো খেলেছি। আমি খুশি ও সন্তুষ্ট। এখন আমরা ৮ পয়েন্টে এগিয়ে। আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। তবে আবারও বলছি, এখনও অনেক অনেক কিছু বাকি আছে।”

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সাতটি ম্যাচ জিতল বার্সেলোনা, ২০১৯-২০ মৌসুমের পর তাদের সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা এটিই।

সেভিয়াকে এ দিন বলা যায় পাত্তাই দেয়নি বার্সেলোনা। প্রথমার্ধে যদিও আক্রমণের পর আক্রমণ করেও গোল হচ্ছিল না। দ্বিতীয়ার্ধে সব পুষিয়ে দেয় তারা তিন গোল করে। মৌসুমের প্রথম গোলে জর্দি আলবা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাভি। লা লিগায় চলতি মৌসুমে যেটি তার প্রথম গোল। পরে গোল করেন রাফিনিয়া।

দলের খেলার ধরন আর জয়, দুটি মিলিয়েই উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ।

“আমরা সেভিয়াকে গুছিয়ে উঠতে দেইনি। সবসময় গোলের পেছনে ছুটেছি। দলীয় প্রচেষ্টা আজকে সুস্পষ্ট ছিল, যেভাবে তারা খেলেছে, চাপ তৈরি করেছে, যে তাড়না দলের মধ্যে দেখা গেছে… অনেক সুযোগ তৈরি করেছি আমরা। দল যেভাবে খেলেছে, সব মিলিয়ে আমি সন্তুষ্ট। আমাদের কাছাকাছি থাকা দল হোঁচট খেয়েছে, সেদিক থেকেও এটি বড় জয় আমাদের জন্য।”