আন্তর্জাতিক ফুটবল
জার্মান গোলরক্ষকের মাঠে ফিরতে অন্তত আট মাস সময় লাগতে পারে, তাই চিন্তিত জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান।
Published : 24 Sep 2024, 04:01 PM
মার্ক-আন্ড্রে টের স্টেগেনের গুরুতর চোটে বার্সেলোনার পরিকল্পনায় আঘাত তো লেগেছেই, তার জাতীয় দল জার্মানির জন্যও তা অনেক বড় ধাক্কা হয়ে এসেছে। জার্মানির সামনের পথচলায় এই গোলরক্ষকের অভাববোধ হবে বলে মনে করেন দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান।
ভিয়ারেয়ালের বিপক্ষে গত রোববারের ম্যাচে লাফিয়ে বল ধরার চেষ্টায় বাজেভাবে পড়ে যান টের স্টেগেন। স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় যন্ত্রণায় কাতর মনে হচ্ছিল তাকে।
লা লিগায় ৫-১ গোলে জয়ের ওই ম্যাচের পরপরই বিভিন্ন গণমাধ্যমে খবর আসতে থাকে, এই মৌসুমে হয়তো আর মাঠে নামতে পারবেন না টের স্টেগেন। পরদিন বার্সেলোনাও বিবৃতিতে দিয়ে জানায়, ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারই তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে বলে পরে জানায় বার্সেলোনা।
পুরোপুরি সেরে উঠতে টের স্টেগেনের অন্তত আট মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত অগাস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন জার্মানির অনেক সাফল্যের নায়ক মানুয়েল নয়ার। এবার টের স্টেগেনও ছিটকে পড়ায়, এক মাসের মধ্যে অভিজ্ঞ দুই গোলরক্ষককেই হারাল জার্মানি।
জার্মানির ফুটবলের ওয়েবসাইটে এ নিয়ে হতাশা প্রকাশ করেন নাগেলসমান।
“মার্কের চোটের খবর আমাদের জন্য অনেক বড় ধাক্কা। মাঠে ও মাঠের বাইরে আমরা তাকে অনেক মিস করব।”
“আমরা মার্কের সুস্থতা কামনা করি…তার ফিরে আসার প্রচেষ্টায় আমরা সবসময় তার পাশে থাকব।”
উয়েফা নেশন্স লিগের এবারের আসরে দুই রাউন্ড শেষে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। পরের দুই ম্যাচে আগামী মাসে বসনিয়া ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।