স্প্যানিশ ফুটবল
গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকা মার্ক-আন্ড্রে টের স্টেগেনের বর্তমান অবস্থা বার্সেলোনা কোচের কাছে ‘গোপনীয় তথ্য।’
Published : 08 Feb 2025, 09:35 PM
চোট কাটিয়ে বেশিরভাগ খেলোয়াড় ফেরায় অনেকটাই স্বস্তিতে আছেন হান্সি ফ্লিক। কোনো কোনো পজিশনে একাধিক সমমানের খেলোয়াড় থাকায় এখন বরং একাদশ সাজানো নিয়ে ভাবতে হচ্ছে তাকে। পোস্টে ভয়চেখ স্ট্যান্সনি ও ইনাকি পেনিয়ার কঠিন লড়াইয়ের মধ্যে আসছে মার্ক-আন্ড্রে স্টেগেনের সেরে ওঠার খবর। তবে অভিজ্ঞ এই গোলরক্ষক ও অধিনায়কের বর্তমান অবস্থা নিয়ে তেমন কোনো তথ্য জানাতে নারাজ বার্সেলোনা কোচ ফ্লিক।
রোববার লা লিগার ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। ওই লড়াইয়ের আগে শনিবার সংবাদ সম্মেলনে বেশিরভাগ খেলোয়াড়কে ফিরে পাওয়ায় স্বস্তির কথা বললেন ফ্লিক।
“আমাদের এখন কেবল এগারো বা বারোজন খেলোয়াড় নেই। একই মানের (একাধিক) খেলোয়াড় আছে আমাদের, ভালেন্সিয়ার বিপক্ষে গত ম্যাচে সেটাই ওরা দেখিয়েছে। ওরা সবাই খেলতে পারে। ম্যাচে আমাদের সতেজ খেলোয়াড় দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ।”
“আমাদের ১৭ বা ১৮ জন খেলোয়াড় আছে যারা অনেক মিনিট খেলতে পারে…এতে আমি খুব খুশি এবং এখানে আবহ দুর্দান্ত। প্রত্যেকে দ্যুতি ছড়াতে চায় এবং দেখাতে চায় ওরা কতটা ভালো, অসাধারণ ব্যাপার।”
অবসর ভেঙে ফেরা স্ট্যান্সনি ও বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক পেনিয়ার মধ্যে এখন চলে জায়গা নিয়ে তীব্র লড়াই। মৌসুমের শেষ দিকে কি এতে যোগ দিতে পারেন সেপ্টেম্বরের পর থেকে মাঠের বাইরে থাকা টের স্টেগেন? অধিনায়কের ব্যাপারে এই পর্যায়ে কোনো তথ্য দিতে রাজি নন ফ্লিক।
“টের স্টেগেনের পরিস্থিতি গোপনীয় তথ্য। আমাদের চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। আমরা খুশি। সে এরই মধ্যে হোসে রামোন দে লা ফুয়েন্তের (গোলরক্ষক কোচ) সঙ্গে কাজ শুরু করেছে। সবকিছু ভালোভাবে এগোচ্ছে, সে অনেক উন্নতি করেছে।”
তবে দলের সার্বিক চোট পরিস্থিতি নিয়ে কিছু তথ্য দিলেন ফ্লিক।
“গাভি, ওলমো, ইনিগো শুরুর একাদশের জন্য তৈরি কি না? সবাই খেলতে পারে। আমরা দেখব কী ঘটে। টের স্টেগেন, বের্নাল ও ক্রিস্টেনসেন কেবল চোটের জন্য বাইরে আছে। এর বাইরে থাকা ২১ জনের সবাই খেলতে পারে।”
ফ্লিকের কথা অনুযায়ী সেই তালিকায় আছেন আনসু ফাতিও। এই তরুণের ক্যারিয়ার একরকম থমকে আছে বার্সেলোনায়। ম্যাচের পর ম্যাচ যাচ্ছে, খেলার সুযোগ মিলছে না। ২০২০ সালে হাঁটুর মারাত্মক চোট পাওয়ার পর থেকে নিজেকে খুঁজে ফেরা এই ফরোয়ার্ডের অন্য কোথাও চ্যালেঞ্জ খুঁজে নেওয়ার পক্ষে বার্সেলোনা কোচ।
“দল ছাড়া নিয়ে আনসু ফাতির সঙ্গে কোনো কথা বলেছি কি না? তাকে নিয়ে এটাই ভাবনা…তবে আনসুও উন্নতি করছে।”