বুন্ডেসলিগার মৌসুম সেরা বেলিংহ্যাম

প্রথমবারের মতো এই খেতাব জিতলেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 03:07 PM
Updated : 29 May 2023, 03:07 PM

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্ডেসলিগায় দুর্দান্ত মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন জুড বেলিংহ্যাম। ২০২২-২৩ মৌসুমে লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

লিগের শেষ রাউন্ড পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে ছিল ডর্টমুন্ড। শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে রানার্সআপ হয় দলটি। ডর্টমুন্ডের এই পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেলিংহ্যাম।

লিগে ৩১ ম্যাচ খেলে ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি করান ১৯ বছর বয়সী বেলিংহ্যাম।

সময়ের সেরা তরুণ খেলোয়াড়দের একজন বেলিংহ্যামের ডর্টমুন্ডে ভবিষ্যৎ অবশ্য অনিশ্চিত। গণমাধ্যমের খবর, গ্রীষ্মের দলবদলে ১০ কোটি ইউরোর বিনিময়ে তাকে দলে টানতে পারে রিয়াল মাদ্রিদ।

বেলিংহ্যামকে পেতে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও চেষ্টা করছে বলে এপ্রিলে খবর এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের খবর, ট্রান্সফার ফির বড় অঙ্কের কারণে লিভারপুল সরে দাঁড়িয়েছে।

২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে ২ কোটি ৫০ লাখ ইউরোতে ডর্টমুন্ডে যোগ দেন বেলিংহ্যাম। অল্প সময়েই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩০টির বেশি ম্যাচ খেলেছেন এই ইংলিশ তারকা।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলা বেলিংহ্যাম গত বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেন।