ইংলিশ প্রিমিয়ার লিগ
আসরে প্রথম হারে দ্বিতীয় স্থানে নেমে গেছে পেপ গুয়ার্দিওলার দল।
Published : 02 Nov 2024, 11:05 PM
খেলা দেখে চেনা গেল না ম্যানচেস্টার সিটিকে। যে দল অসংখ্য সুযোগ তৈরি করে অভ্যস্ত, তারা ভুগল আক্রমণে। লক্ষ্যে প্রথম শট রাখতে পারল দ্বিতীয়ার্ধের শেষ দিকে। আক্রমণের পাশাপাশি রক্ষণে অসাধারণ দৃঢ়তা দেখানো বোর্নমাউথ পেল সিটির বিপক্ষে নিজেদের প্রথম জয়।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে হেরেছে পেপ গুয়ার্দিওলার দল।
আন্সো সেমেনিয়ো বোর্নমাউথকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ইভানিলসন। শেষ দিকে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন ইয়োশকো ভার্দিওল। প্রবল চাপও তৈরি করে সিটি। কিন্তু আসরে নিজেদের প্রথম হার তারা এড়াতে পারেনি।
এই হারে প্রিমিয়ার লিগে সিটির ৩২ ম্যাচের অপরাজেয় যাত্রায়ও ছেদ পড়ল।
ঘরের মাঠে শুরুটা দুর্দান্ত করে বোর্নমাউথ। সিটিকে চমকে দিয়ে নবম মিনিটে এগিয়ে যায় তারা। মিলোশ কেরকেজের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন সেমেনিয়ো।
প্রথমার্ধে সেই গোল শোধের তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি শিরোপাধারীরা। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য নেওয়া পাঁচ শটের একটিও রাখতে পারেনি লক্ষ্যে। বোর্নমাউথের ৫ শটের তিনটি ছিল লক্ষ্যে।
৩৮তম মিনিটে বিরল একটি সুযোগ পেয়েছিলেন আর্লিং হলান্ড। বিপজ্জনক জায়গায় বল পেলেও ছন্দে থাকা স্ট্রাইকার শট রাখতে পারেননি লক্ষ্যে। একরাশ হতাশা নিয়ে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ফিল ফোডেন। পেনাল্টি স্পটের কাছ থেকে অরক্ষিত এই ফরোয়ার্ড শট নেন বাইরে!
সিটির প্রবল আক্রমণের ধাক্কা দারুণভাবে সামাল দিয়ে ৬৪তম মিনিটে ব্যবধান বাড়ায় বোর্নমাউথ। কেরেকেজের দারুণ নিচু ক্রসে চমৎকার স্লাইডে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভানিলসন।
চার মিনিট পর ৩-০ হয়ে যেতে পারত স্কোর লাইন! মার্কাস টেভারনিয়ারের গতিময় শট ফেরে পোস্টে লেগে।
৭৯তম মিনিটে হলান্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বোর্নমাউথ গোলরক্ষক। লক্ষ্যে এটাই সফরকারীদের প্রথম শট! তিন মিনিট পর ব্যবধান কমায় তারা। ইলকাই গিনদোয়ানের ক্রসে অনেকটা লাফিয়ে জোরাল হেডে বল জালে পাঠান ভার্দিওল।
৯০তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলছিলেন জেরেমি ডোকু। কাছের পোস্টে তার তীব্র গতির শটর ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। যোগ করা সময়ে খুব কাছ থেকে হলান্ডের চেষ্টা দুর্দান্ত রিফ্লেক্সে ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলে সিটি স্ট্রাইকারের শট ফেরে পোস্টে লেগে!
ম্যাচে ১৯ শটের কেবল চারটি লক্ষ্যে রাখতে পারে সিটি। অন্যদিকে, বোর্নমাউথের ১২ শটের ছয়টিই ছিল লক্ষ্যে।
আসরে প্রথম হারে দ্বিতীয় স্থানে নেমে গেছে সিটি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এদিনই পিছিয়ে পড়ার পরও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-১ গোলে হারানো লিভারপুল উঠে গেছে শীর্ষে। তাদের পয়েন্ট ২৫।