কাবাডি
এই জয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ কাবাডি দল।
Published : 25 Feb 2025, 06:31 PM
পাঁচ টেস্টের কাবাডি সিরিজে দারুণ লড়াই চলছে বাংলাদেশ ও নেপালের মধ্যে। তৃতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
পল্টন ময়দানে মঙ্গলবার তৃতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৪২-৩৭ পয়েন্টে। প্রথমার্ধে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা।
নেপালের বিপক্ষে ৫৩-২৯ ব্যবধানে জিতে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাদের ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সমতা ফিরিয়েছিল সফরকারীরা।
এবারের জয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
তৃতীয় ম্যাচেও আশা জাগানিয়া শুরু পায় নেপাল। শুরুতে ২ পয়েন্ট তুলে নেয় তারা। তবে ধীরে ধীরে গুছিয়ে ওঠা বাংলাদেশ বিরতিতে যায় ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে জমজমাট। কখনও এগিয়ে গেছে বাংলাদেশ, কখনও নেপাল। তবে ম্যাচের শেষ মিনিটে ব্যবধান গড়ে বাংলাদেশ। লোনাসহ ৪ পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যাওয়া প্রতিপক্ষকে আর আটকাতে পারেনি নেপাল।
এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার।
বুধবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ। জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।