শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে মার্সেলোর চুক্তির মেয়াদ দুই মাস বাকি থাকতেই শেষ হয়ে গেল।
Published : 03 Nov 2024, 08:01 PM
কোচ মানো মেনেজেসের সঙ্গে মার্সেলো বিতণ্ডায় জড়ানোর পর তার চুক্তি বাতিল করেছে ফ্লুমিনেন্স। শৈশবের ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তির মেয়াদ দুই মাস বাকি থাকতেই শেষ হয়ে গেল।
ব্রাজিলিয়ান ক্লাবটি বিবৃতিতে বলেছে, দুই পক্ষের পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে।
৩৬ বছর বয়সী মার্সেলো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
চুক্তি বাতিলের কারণ ক্লাব আনুষ্ঠানিকভাবে না জানালেও সেটি কারও বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে গত শুক্রবার ব্রাজিলিয়ান লিগে গ্রেমিওর সঙ্গে ২-২ ড্র ম্যাচে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মার্সেলো।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামার জন্য সাইডলাইনে এসে দাঁড়ান মার্সেলো। তখন তার কাঁধে হাত রেখে কিছু একটা নির্দেশনা দিচ্ছিলেন কোচ মেনেজেস। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্সেলো ওই সময়ে তাকে স্পর্শ করতে মানা করে দেন কোচকে। ক্ষুব্ধ মেনেজেস আবার বেঞ্চের দিকে ঠেলে দেন মার্সেলোকে। তার জায়গায় বদলি নামানো হয় অন্য খেলোয়াড়কে।
গত বছর ফ্লুমিনেন্সের হয়ে রিও দে জেনেইরো স্টেট চ্যাম্পিয়নশিপ ও কোপা লিবের্তাদোরেস শিরোপা জেতেন মার্সেলো। তার প্রথম পেশাদার ক্লাব এটিই। এখান থেকেই ২০০৬ সালে ১৮ বছর বয়সে রেয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। মাদ্রিদের দলটির হয়ে জেতেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি লা লিগাসহ অনেক শিরোপা।
রেয়াল হয়ে, অলিম্পিয়াকোস ঘুরে দেড় দশকের বেশি সময় পর গত বছরের ফেব্রুয়ারিতে ফ্লুমিনেন্সেতে ফেরেন তিনি। চুক্তি ছিল এই বছরের শেষ পর্যন্ত।