ইংলিশ ফুটবল
আগের দিন মার্কাস র্যাশফোর্ড ‘নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত’ বললেও, বিষয়টিকে হালকাভাবে দেখছেন কোচ হুবেন আমুরি।
Published : 18 Dec 2024, 07:45 PM
আগের দিন মার্কাস র্যাশফোর্ডের একটি মন্তব্য ঘিরে ম্যানচেস্টার ইউনাইটেডে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ক্লাবের শুরুর একাদশে তার জায়গাও এখন আর পাকা নয়। সবমিলিয়ে অনিশ্চয়তা কেবল বাড়ছেই। তবে, দলটির নতুন কোচ হুবেন আমুরি ইংলিশ ফরোয়ার্ডকে ধরে রাখতে চান।
ভীষণ অধারাবাহিক পথচলার মাঝে গত রোববার দুর্দান্ত এক জয়ের আনন্দে ভাসে ইউনাইটেড; প্রিমিয়ার লিগে নাটকীয় লড়াইয়ে তারা ২-১ গোলে হারিয়ে দেয় ম্যানচেস্টার সিটিকে। সেই ম্যাচে দলেই জায়গা হয়নি র্যাশফোর্ডের।
সেই হতাশা বা ক্ষোভ থেকেই কি-না, দুদিন পর গত মঙ্গলবার প্রকাশিত ফুটবল লেখক হেনরি উইন্টারকে দেওয়া সাক্ষাৎকারে র্যাশফোর্ড জানান, নতুন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত।
“আমি যদি বুঝতে পারি, পরিস্থিতি খারাপ হয়ে গেছে, তাহলে সেটাকে আমি আরও খারাপ করব না। আগে দেখেছি, অতীতে কীভাবে খেলোয়াড়রা চলে গেছে এবং আমি তেমন একজন হতে চাই না।”
“আমি যখন যাব তখন আমিই বিবৃতি দিব এবং সেটা আমার থেকেই আসবে।”
ইউনাইটেডের শুরুর একাদশে র্যাশফোর্ডকে সবশেষ দেখা গিয়েছিল এই ডিসেম্বরের প্রথম দিনে, এভারটনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে। ওই ম্যাচে দুটি গোলও করেছিলেন তিনি। তারপরও তাকে ম্যাচের পর ম্যাচে শুরুর একাদশে বাইরে রাখাটা অবাক করেছে অনেককে। স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারেননি ২৭ বছর বয়সী এই ফুটবলারও।
এরপরই ওই মন্তব্য করেন র্যাশফোর্ড, যা তার দলবদলের সম্ভাবনা নিয়ে ওঠা গুঞ্জন আরও জোরাল করে। বিষয়টিকে কোচ আমুরি অবশ্য হালকাভাবে দেখার চেষ্টা করলেন। লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লড়াইয়ে নামবে ইউনাইটেড। আগের দিন কোচ বললেন, র্যাশফোর্ডকে তার প্রয়োজন।
“আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না, আমরা বর্তমান নিয়ে কথা বলব।”
“এই মানের ক্লাবে বড় মাপের মেধাবী খেলোয়াড়ের প্রয়োজন এবং সে বড় খেলোয়াড়। তাই তাকে শুধু শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে হবে এবং সেটার বাস্তবায়নেই আমার পূর্ণ মনোযোগ। আমি কেবল মার্কাসকে সাহায্য করতে চাই।”
র্যাশফোর্ডের নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা প্রসঙ্গে আমুরি বলেন, “আমার মতে, এটা ঠিকই আছে। আমরা এখানে নতুন এক চ্যালেঞ্জের সামনেই আছি, কঠিন চ্যালেঞ্জ।”