নেশন্স লিগ
ঘুরে দাঁড়ানোর অভিযানে নিজের দক্ষতা ও দলের খেলোয়াড়দের সামর্থ্যের ওপর আস্থা আছে বেলজিয়াম কোচের।
Published : 18 Nov 2024, 09:53 PM
মাঠে বেলজিয়ামের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স যাচ্ছেতাই। আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও ধুঁকছে তারা। জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা যেকোনো কোচের। দোমিনিকো তেদেস্কোও ব্যতিক্রম নন। তবে বেলজিয়ামের কোচ হিসেবে এখনও নিজেকেই সঠিক ব্যক্তি মনে করেন তিনি।
তেদেস্কোর কোচিংয়ে সবশেষ ১০ ম্যাচে বেলজিয়াম জিততে পেরেছে কেবল দুটি। যার মধ্যে নেশন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচে তাদের জয় স্রেফ একটি। ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের তৃতীয় হয়েছে তারা। শঙ্কা রয়েছে অবনমনের।
চলতি বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে হেরে বাদ পড়ে বেলজিয়াম। এবার নেশন্স লিগে ভীষণ বাজে পারফরম্যান্সে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারল না দলটি। সবশেষ ম্যাচে শক্তিতে অনেক পিছিয়ে থাকা ইসরায়েলের বিপক্ষেও ১-০ গোলে হেরে গেছে তারা।
সব মিলিয়ে তাই প্রবল চাপে রয়েছেন তেদেস্কো। তবে এখনও বেলজিয়ামের দায়িত্বে থাকার ব্যাপারে ইতিবাচক তিনি। বললেন, নিজের ও দলের ওপর পূর্ণ আস্থা থাকার কথা।
“আমি নিজের মানের ওপর আস্থা রাখি। আমার স্টাফদের, খেলোয়াড়দের (সামর্থ্যে) বিশ্বাস করি। চারপাশের মানুষদের বিশ্বাস করি। আমি জানি, আমি কতটা কঠোর পরিশ্রম করি।”
ইসরায়েলের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন তেদেস্কো। তবে এসব কানে দিচ্ছেন না তিনি। বললেন, এখন লক্ষ্য নেশন্স লিগের পরের মৌসুমে লিগ ‘এ’ তে জায়গা ধরে রাখা।
“নেতিবাচক মনোভাব নতুন কিছু নয়। আমাকে বলা হয়েছিল, এটাই বেলজিয়ামের স্বাভাবিক চিত্র।”
“নেশন্স লিগের ফলাফল আমাদের পক্ষে আসেনি। ‘এ’ লিগে আমাদের জায়গা ধরে রাখতে মার্চের প্লে-অফ এক ধরনের ফাইনাল। দৃঢ় মনোভাব নিয়ে নতুন বছর শুরু করতে পারলে ভালো হবে।”