রেয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের গোলটি বাতিল করা নিয়ে জন্ম হয়েছে তুমুল বিতর্কের।
Published : 13 Mar 2025, 10:53 AM
টাইব্রেকার চলার সময়ই সিদ্ধান্তটি নিয়ে সংশয়ের জন্ম হয়েছিল অনেক। ম্যাচ শেষে তা রূপ নিয়েছে প্রবল বিতর্কে। অনেকেই বুঝে উঠতে পারেননি, কেন বাতিল করা হলো টাইব্রেকারে হুলিয়ান আলভারেসের গোল। অনেকে আবার নিয়মটির কথা জানেন না। কারও কারও সংশয় দূর হয়নি নিয়ম জানার পরও।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদের দ্বিতীয় শট সেটি। আলভারেস গোল করেন। শুরুতে স্কোরে সেই গোল দেখানোও হয়। টাইব্রেকারের ফলাফল তখন ২-২। তবে একটু পরই তা বদলে যায়। বাতিল করা হয় আলভারেসের গোল।
ধারাভাষ্যকাররা জানান, বলে ‘ডাবল টাচ’ করায় আলভারেসের গোল বাতিল করা হয়েছে। শট নেওয়ার পর আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের উদযাপনও ততটা স্বতস্ফূর্ত ছিল না। গড়বড়টা হয়তো তিনিও অনুভব করতে পারছিলেন।
টাইব্রেকারের ফলাফলে পরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই বাতিল হওয়া গোল। রেয়াল মাদ্রিদের লুকাস ভাস্কেসও পরে গোল করতে ব্যর্থ হন। তবে সেটির ফায়দা নিতে পারেনি আতলেতিকো। তাদের মার্কোস ইয়োরেন্তে শট মেরে বসেন ক্রসবারে।
তবে ম্যাচের পর আলোচনা-বিতর্কের বেশির ভাগ চলছে ওই আলভারেসের গোল বাতিল নিয়েই। আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে ও দলের ফুটবলারদের ক্ষোভ ছিল প্রকাশ্যই। নিয়মটি নিয়েও তাই ম্যাচের পর ঘাঁটাঘাঁটি চলল অনেক।
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েন বোর্ড-এরপর ১৪ নম্বর আইন অনুযায়ী, পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে কোনো ফুটবলার একাধিকবার বলে স্পর্শ করতে পারবেন না। মূল ম্যাচের সময় এমন হলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রি কিক’ দেবেন। টাইব্রেকারে হলে গোলটি গ্রহণযোগ্য হবে না।
নিয়মে এভাবে উল্লেখ আছে, ‘বলে একবার স্পর্শ হলে কিকার আবার বল খেলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না অন্য কেউ বলে স্পর্শ করছে।”
যেটির মানে, একাধিকবার যদি বলে স্পর্শ করা হয়, সেটি একই পা দিয়ে হোক বা অন্য পা দিয়ে কিংবা শরীরের কোনো অংশ দিয়ে, তাহলে তা গ্রহণযোগ্য নয়।
এই ম্যাচের রেফারি ভিএআর দেখে সিদ্ধান্ত নেন, আলভারেস শট নেওয়ার পর শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ খানিকটা হারিয়ে আগে বাঁ পাশে স্পর্শ করেন বলে। এরপর ডান পায়ে শট নেন। এরপরও বল জালে জড়াতে সমর্থ্য হন তিনি। তবে গোলটি টেকেনি।
ম্যাচের পর আতলেতিকো কোচ অবশ্য দাবি করেছেন, বলে আলভারেস দুইবার স্পর্শ করার স্পষ্ট প্রমাণ নেই। রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ভিডিও দেখে এটা স্পষ্টই বোঝা গেছে।