ফেডারেশন কাপ
পিছিয়ে পড়ার পর ১০ জনের দল নিয়ে পাল্টা জবাব দিতে পারেনি মোহামেডান।
Published : 10 Dec 2024, 04:59 PM
কাটব্যাকের প্রচেষ্টা প্রতিহত হওয়ায় বল ফের পেয়ে গেলেন রাজন হাওলাদার। এবার তিনি চেষ্টা করলেন নিজেই। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির এই ডিফেন্ডারের বুলেট গতির শটে চোখের পলকে বল খুঁজে নিল জাল। মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করল পুরান ঢাকার দলটি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে রহমতগঞ্জ। ৮২তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন রাজন। শেষ দিকে একজন কম নিয়ে খেলে মোহামেডান আর কিছু করতে পারেনি।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের ত্রয়োদশ মিনিটে রহমতগঞ্জ শিবিরে ভীতি ছড়ায় মোহামেডান। কিন্তু গোলরক্ষক মামুন আলিফের দৃঢ়তায় আর দূর্ভাগ্যের বাধায় গোল পায়নি তারা; রাজু আহমেদ জিসানের ক্রসে আর্নেস্ট বোয়াটেংয়ের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক আর সেই কর্নারে বোয়াটেংয়ের হেড বাধা পায় ক্রসবারে।
একটু পর এমানুয়েল সানডের ক্রসে বোয়াটেংয়ের হেডও আটকে জাল অক্ষত রাখেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন।
প্রথমার্ধের শেষ দিকে চোট পান রহমতগঞ্জের ফেলিক্স তেত্তেহ। ৪৪তম মিনিটে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন ঘানার এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে গোলের প্রথম ভালো সুযোগ পায় রহমতগঞ্জ। ৫০তম মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও হতাশ করেন স্যামুয়েল বোয়াটেং; ডান দিক থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি তিনি।
৬৯তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করে মোজাফ্ফর মোজাফ্ফরভ; কিন্তু ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায় উজবেকিস্তানের এই মিডফিল্ডারের প্রচেষ্টা।
খেলার ধারার বিপরীতে ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করে রহমতগঞ্জ। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা রাজন প্রথমে সতীর্থকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, জায়গা করে নিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন।
একটু পরই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। মোস্তফা কাহরাবার কথার পাল্টা জবাব দিতে গিয়ে তাকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন শান্ত। বাকিটা সময় মোহামেডান আর পারেনি ঘুরে দাঁড়াতে।