ফাইনালে ওঠার লড়াইয়ে দানিল মেদভেদেভের বিপক্ষে লড়বেন আলেক্সান্ডার জেভেরেভ।
Published : 24 Jan 2024, 09:53 PM
কার্লোস আলকারাসের ক্যারিয়ারের বয়স খুব বেশি না হলেও, এরই মধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেন থেকে আরও একবার হতাশা নিয়েই ফিরতে হয়েছে এই স্প্যানিয়ার্ডকে। তাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন আলেক্সান্ডার জেভেরেভ।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে এর আগে আলকারাসের সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল ২০২২ আসরে তৃতীয় রাউন্ডে ওঠা। এবার অবশ্য দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন ২০২২ ইউএস ওপেন ও ২০২৩ উইম্বলডন জয়ী তারকা। প্রথম চার ম্যাচের তিনটিতেই জেতেন সরাসরি সেটে। কিন্তু কোয়ার্টার-ফাইনালে এসে খেই হারিয়ে ফেললেন দ্বিতীয় বাছাই এই খেলোয়াড়।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বুধবার প্রথম দুই সেটে কোনোরকম চ্যালেঞ্জই জানাতে পারেননি আলকারাস। পরের সেটে অবশ্য দারুণ লড়াই করে ঘুরে দাঁড়ান ২০ বছর বয়সী এই খেলোয়াড়। ৫-৩ এ পিছিয়ে পড়েও জিতে যান ওই সেট। কিন্তু, ওই পর্যন্তই।
পরের সেটে আবার নিয়ন্ত্রণ নেন জেভেরেভ। শেষ পর্যন্ত তিনি ম্যাচটি জেতেন ৬-১, ৬-৩, ৬-৭ (২-৭), ৬-৪ গেমে।
ষষ্ঠ বাছাই জার্মানির জেভেরেভ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন রুশ তারকা দানিল মেদভেদেভের বিপক্ষে। ম্যাচটি হবে শুক্রবার।
এদিনই কোয়ার্টার-ফাইনালের আগের ম্যাচে হুবের্ত হুরকাজের বিপক্ষে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ৭-৬(৭-৪), ২-৬, ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে জেতেন তৃতীয় বাছাই মেদভেদেভ।
এখনও কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাননি জেভেরেভ। অস্ট্রেলিয়ান ওপেনে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের সেমি-ফাইনালে ওঠাই সর্বোচ্চ সাফল্য। ২০২০ আসরেও শেষ চারে উঠেছিলেন তিনি।