১৯৬৭ সালের পর এই প্রথম ঘরের মাঠে সেরি আর ম্যাচে চার বা এর বেশি গোলে হারল ইউভেন্তুস।
Published : 10 Mar 2025, 03:15 PM
সেরি আয় টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আতালান্তার বিপক্ষে খেলতে নেমে পাত্তাই পায়নি ইউভেন্তুস, স্রেফ উড়ে গেছে ৪-০ গোলে। ঘরের মাঠে এমন পরাজয় খুব পোড়াচ্ছে ইউভেন্তুস কোচ থিয়াগো মোত্তাকে।
এবারের মৌসুম মোটেও ভালো কাটছে না ইউভেন্তুসের। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তারা। রোববার আতালান্তার বিপক্ষে হারের পর সেরি আয় ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চারে আছে দলটি। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে তারা পিছিয়ে ৯ পয়েন্টে।
আতালান্তার বিপক্ষে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারেনি ইউভেন্তুস। গোলের জন্য ৯টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারে তারা। আর সফরকারীদের ১৯ শটের ৯টি লক্ষ্যে ছিল।
১৯৬৭ সালের পর এই প্রথম ঘরের মাঠে সেরি আর ম্যাচে চার বা এর বেশি গোলে হারল ইউভেন্তুস। ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে মোত্তা বললেন, শ্রেয়তর দল হিসেবেই জিতেছে আতালান্তা।
“আতালান্তার জয় প্রাপ্য ছিল এবং আমরা প্রতিপক্ষের খেলার পরিকল্পনা জানতাম। আজ (রোববার) আমরা হতাশ এবং ঘুমানো কঠিন হবে। সবকিছুই আমাদের প্রভাবিত করতে পারে, কারণ আমরা ইউভেন্তুস। সমর্থকরা, সংবাদমাধ্যম কী চায়, তা ভাবার অধিকার তাদের আছে।”
“এই দলের উন্নতি করার অনেক কিছু আছে। প্রথম গোলের পর আমরা অনেক ভুগেছি। আমরা খুব হতাশ। এখন আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে।”