নেশন্স লিগ
নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুতেই গোল হজমের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি, তাতে খুশি কোচ ইউলিয়ান নাগেলসমান।
Published : 11 Sep 2024, 04:45 PM
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করার ধাক্কা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে অবশ্য দেরি করেনি জার্মানি। শেষ পর্যন্ত জিততে না পারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি কোচ ইউলিয়ান নাগেলসমান।
নেশন্স লিগের ম্যাচে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে জার্মানি।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ১ মিনিট ৩৯ সেকেন্ডেই গোল করে জার্মানিকে স্তব্ধ করে দেন টিয়ানি রেইন্ডার্স। ৫০ বছরের মধ্যে এই প্রথম এত দ্রুত গোল হজম করল জার্মানরা।
গোল শোধে মরিয়া হয়ে ওঠা জার্মানি এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৩৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। জোরাল হাফ ভলিতে সমতা টানেন ডেনিজ উন্দাভ। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন জসুয়া কিমিখ।
ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিস। এরপর আর কোনো দলই পায়নি জালের দেখা।
২০১৪ সালে সবশেষ বিশ্বকাপ জেতা জার্মানির সময়টা দীর্ঘদিন ধরেই খারাপ কাটছে। গত দুই বিশ্বকাপেই তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দলকে কক্ষপথে ফেরাতে গত বছর হান্সি ফ্লিককে ছাঁটাই করে নাগেলসমানকে নিয়োগ দেয় জার্মানরা।
নাগেলসমানের কোচিংয়ে ভালো কিছুর আভাস দিচ্ছে দলটি। ঘরের মাঠে ২০২৪ ইউরোতে শিরোপার দাবিদারদের অন্যতম ছিল তারা। শেষ পর্যন্ত যদিও কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে দলটি। এরপরই নাগেলসমান বলেছিলেন, আগামী বিশ্বকাপে চোখ তার। ২০২৬ বিশ্ব আসরে ভালো করার লক্ষ্যে দলকে তৈরি করবেন তিনি।
সেই লক্ষে কাজ করে যাচ্ছেন নাগেলসমান। ডাচ ম্যাচের পর বললেন, দলও একটু একটু করে উন্নতি করছে। তাই পয়েন্ট হারালেও সন্তুষ্ট ৩৭ বছর বয়সী কোচ।
“দলের মধ্যে একটা বিষয়ে সচেতনতা আছে যে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের এখন নেশন্স লিগের খেলা আছে, আগামী বছর বাছাইপর্ব এবং এরপর আশা করছি বিশ্বকাপে খেলব। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ততদিন পর্যন্ত আমাদের আরও ১৮টি ম্যাচ বাকি আছে।”
“দলের সবার নিজেদের ওপর বিশ্বাস আছে এবং এটাই মূল। এটাই আমরা সবাই দেখতে চাই। আজ আমরা এমন একটি দল দেখেছি, যারা জিততে চেয়েছিল।”
এত দ্রুত গোল হজম করার পর জার্মানির ঘুরে দাঁড়ানোর তাড়না মুগ্ধ করেছে নাগেলসমানকে। তবে এখনও আরও অনেক উন্নতির জায়গা দেখছেন তিনি।
“আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা খুব ভালো ছিল। পাঁচ-ছয় মিনিট সময় লেগেছিল, তবে এরপর আমরা ম্যাচে ভালো অবস্থায় ছিলাম।”
হাঙ্গেরির বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে্ এবারের নেশন্স লিগ শুরু করেছে জার্মানি। তাদের পরের ম্যাচ বসনিয়ার বিপক্ষে আগামী ১১ অক্টোবর। এর দুই দিন পর ফের ডাচদের মুখোমুখি হবে তারা।