ইংলিশ ফুটবল
ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মন্তব্যকে ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেছিলেন ওয়েইন রুনি, এবার তাকে পাল্টা জবাব দিলেন কোচ।
Published : 03 Mar 2025, 01:27 PM
ইট ছুড়েছিলেন ওয়েইন রুনি। জবাবে পাটকেল ছুড়তে খুব বেশি সময় নিলেন না হুবেন আমুরি। যে মন্তব্যের সমালোচনা করেছিলেন রুনি, সেটির ব্যাখ্যা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। পাশাপাশি দিলেন একটু খোঁচাও, মাইক্রোফোন হাতে বিশেষজ্ঞ মতামত দেওয়ার কাজটি খুব সহজ!
আমুরি বলছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়। এই ক্লাবেরই কিংবদন্তি রুনি বিবিসিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সময় বলেছেন, ইউনাইটেড কোচের এমন ভাবনা ‘শিশুসুলভ।’
রোববার এফএ কাপে ফুলহ্যামের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর রুনির এই কথার জবাব দিলেন আমুরি। তার দাবি, শিরোপা জয়ের লক্ষ্য বলতে তিনি দ্রুতই তা করার কথা বোঝাননি।
“লক্ষ্য তো এটিই (প্রিমিয়ার লিগ জয় করা)! শিশুসুলভ ভাবনা হলো, এই মৌসুমেই সেটি করতে চাওয়া বা আগামী মৌসুমে শিরোপার সেরা দাবিদার ভাবা। আমি জানি, এই মুহূর্তে সবাই আসলে সবকিছু জানে। আমার সেটা জানা আছে এবং কাজটি সত্যিই সহজ… খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে আমিও বিশেষজ্ঞ হয়েছিলাম। জানি, কাজটা খুবই সহজ।”
“আমাদের লক্ষ্য অবশ্যই প্রিমিয়ার লিগ জয়। আমি তো বলিনি, সেটা এখনই করতে হবে! হয়তো আমিও থাকব না তখন। তবে ক্লাব হিসেবে, বোর্ড হিসেবে আমাদের লক্ষ্য প্রিমিয়ার লিগ জয়, আগে যেমন গৌরবময় সাফল্য পেয়েছি কিংবদন্তি ফুটবলারদের নিয়ে। আমরা আরও ভালো করতে চাই। তবে সময়টা এখন ভিন্ন। তবে আমি মোটেও কাঁচা নই, এজন্যই এখানে আনা হয়েছে। ৪০ বছর বয়স আমার, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আমি।”
এফএ কাপ থেকে বিদায়ের পর চলতি মৌসুমে ইউনাইটেডের ট্রফির সম্ভাবনা টিকে আছে এখন শুধু ইউরোপা লিগে। সেখানে শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ রেয়াল সোসিয়েদাদ।