স্প্যানিশ ফুটবল
অস্ত্রোপচার করাতে হবে রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।
Published : 10 Nov 2024, 02:16 AM
দুই হাতে মুখ ঢেকে স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়ছিলেন এদের মিলিতাও, তখনই ধারণা করা হচ্ছিল গুরুতর কিছু। হলোও তাই। আবারও এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেলেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এখন অস্ত্রোপচার করাতে হবে তার। টানা দ্বিতীয় মৌসুমে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
টানা দুটি হারের পর শনিবার লা লিগায় ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে জয়ের পথে ফেরে রেয়াল। এই ম্যাচেই মিলিতাওসহ তিন ফুটবলারকে হারায় ইউরোপের সফলতম দলটি।
২০তম মিনিটে উইঙ্গার রদ্রিগো চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর প্রতিপক্ষের এক খেলোয়াড় টেনে ফেলে দেন মিলিতাওকে। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। চোখে জল নিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন এই সেন্টার-ব্যাক।
পরীক্ষা-নিরীক্ষার পর রেয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, মিলিতাওয়ের এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। কয়েকদিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে তার।
এবারের চোট ডান হাঁটুতে। গত বছরের অগাস্টে তিনি চোট পেয়েছিলেন বাম হাঁটুতে। সেবার বাইরে থাকতে হয়েছিল ২৩২ দিন।
২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে এ যাত্রায় কতদিন বাইরে থাকতে হবে, সে ব্যাপারে ক্লাব কিছু জানায়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইউএসপিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ৯ মাস বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতেও বলা হয়েছে একই কথা।
চলতি মৌসুমে এসিএল চোটে পড়া রেয়ালের দ্বিতীয় খেলোয়াড় মিলিতাও। একই চোটে এর আগে বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল।
ওসাসুনার বিপক্ষে প্রথমার্ধে পায়ে সমস্যা অনুভুত হওয়ার পর, প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গেলেও, বিরতির পর আর মাঠে নামেননি লুকাস ভাসকেস, যিনি দলের প্রয়োজনে বেশিরভাগ সময় খেলেন রক্ষণে। তাকে ও রদ্রিগোকে তিন থেকে চার সপ্তাহ বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
চোটের কারণে আগে থেকে বাইরে আছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও ডিফেন্ডার ডাভিড আলাবা। এবার মিলতাও ও ভাসকেসকে হারানোয় রেয়ালের মূল দলে অভিজ্ঞ ডিফেন্ডার বলতে আছেন কেবল আন্টোনিও রুডিগার, ফেরলঁদ মঁদি ও ফ্রান গার্সিয়া।
লা লিগায় ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী রেয়াল, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে তারা।
আর নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে কার্লো আনচেলত্তির দল।
আসন্ন আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২৪ নভেম্বর লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে রেয়াল।