Published : 10 Aug 2023, 07:50 PM
সাফ চ্যাম্পিয়নশিপের পর ছিলেন ছুটিতে। ৩৩দিন ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন হাভিয়ের কাবরেরা। এসেই ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ, এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ত সূচি নিয়ে পরিকল্পনা সাজাতে বসে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
গত সাফের সেমি-ফাইনাল খেলে আসা বাংলাদেশের মাঠের ব্যস্ততা শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। ফিফা উইন্ডোতে ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দল।
এরপর শুরু হবে এশিয়ান গেমস অভিযান । ২৩ সেপ্টেম্বর চীনের হাংজুতে শুরু হবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২৩ দলের নিয়ে হওয়া ফুটবল ডিসিপ্লিনে বাংলাদেশের দলের ডাগআউটে থাকবেন স্প্যানিশ কোচ কাবরেরা।
অক্টোবরে রয়েছে মালদ্বীপের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ। এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম ধাপে ১২ অক্টোবর মালদ্বীপে এবং ১৭ অক্টোবর ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান আগেই জানিয়েছিলেন, ব্যস্ত সূচি সামনে রেখে ২০ অগাস্ট ক্যাম্প শুরু করবে দল। কাবরেরা ফেরার পর আফগানিস্তান ম্যাচের ভেন্যুও নির্ধারিত করা হবে। সব মিলিয়ে কোচের সামনে দম ফেলার ফুসরত নেই।
ঢাকায় ফিরেই যে পরিকল্পনা সাজানো শুরু করেছেন, তার আঁচ পাওয়া গেল কাবরেরার কথা। স্পেনে কাটানো লম্বা ছুটি নিয়ে তেমন কথা বলতে আগ্রহীই হলেন না ৩৮ বছর বয়সী এই কোচ।
“ছুটিতে ভালো সময় কাটিয়েছি। সবকিছু ঠিকঠাক চলছে। সামনে যে ব্যস্ত সূচি আছে, তার জন্য উন্মুখ হয়ে আছি।”
গত জুন-জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে কাবরেরার হাত ধরে ১৪ বছরের অপেক্ষা ফুরিয়ে সেমি-ফাইনাল খেলে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী কুয়েতের কাছে হেরে থামে পথচলা।
সব মিলিয়ে সাফে দুটি করে জয় ও হার নিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর শেষ করে বাংলাদেশ। সাফে গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল দল; সামনের ব্যস্ত সূচিতে কাবরেরার মূল চ্যালেঞ্জও মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।